Hare to Whatsapp
মানুষের মৌলিক পরিষেবাগুলি সব অংশের মানুষের কাছে পৌছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ২৮, : মানুষের মৌলিক পরিষেবাগুলি সব অংশের মানুষের কাছে পৌছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। প্রতি ঘরে সুশাসন অভিযানে এই কাজটিই করা হচ্ছে। ২৭ সেপ্টেম্বর উত্তর ত্রিপুরা জেলার কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে প্রতি ঘরে সুশাসন অভিযানে কদমতলা ব্লকভিত্তিক মেলার উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা। উত্তর ত্রিপুরা জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী আজ বাগবাসায় ২০০ মেট্রিকটন ক্ষমতাসম্পন্ন ট্রানজিট গােডাউন, কদমতলা থানার নবনির্মিত ভবন, ফুলবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন ৫০ আসন বিশিষ্ট সংখ্যালঘু অংশের ছাত্রীদের জন্য ছাত্রীনিবাস, বাঘন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত পাকাবাড়ি, ইচাইলালছড়াতে গ্রামীণ কৃষি পরামর্শ কেন্দ্রেরও উদ্বোধন করেন। এ উপলক্ষে আজ কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে এক আয়ােজন করা হয়। উল্লেখ্য, ইচাইলালছড়ায় কৃষি পরামর্শ কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ৪১ লক্ষ ২৮ হাজার টাকা। এছাড়াও বাগবাসায় ২০০ মেট্রিকটন ক্ষমতাসম্পন্ন ট্রানজিট গােডাউন নির্মাণে ব্যয় হয়েছে ৩০ লক্ষ ৩০ হাজার টাকা। বাঘন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৪৭ লক্ষ টাকা। ফুলবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন সংখ্যালঘু অংশের ছাত্রছাত্রীদের জন্য ছাত্রীনিবাস নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ১১ লক্ষ টাকা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির সবকা সাথ সবকা বিকাশের নীতিতে কাজ করছে। এই নীতির উদ্দেশ্য হচ্ছে সমাজের সব অংশের মানুষের উন্নয়ন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পসমূহ এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির ১০০ শতাংশ রূপায়ণ নিশ্চিত করতে সরকার পৌছে যাবে মানুষের কাছে। এজন্যই প্রতি ঘরে সুশাসন অভিযান শুরু করা হয়েছে। মানুষকে সরকারি পরিষেবা পাওয়ার জন্য সরকারি কার্যালয়ে আসতে হবেনা। সরকারই মানুষের কাছে পৌছে যাবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা আরও বলেন, পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ভাবধারায় বর্তমান সরকার সমাজের অন্তিম ব্যক্তির কাছেও সরকারি বিভিন্ন পরিষেবা পৌছে দিতে চাইছে। আর বর্তমান সরকার যা কিছু বলে তাই করে দেখায়। এটা মানুষ উপলব্ধি করতে পারছেন। বর্তমান সরকার মানুষকে স্বনির্ভর করে তুলতে চাইছে।
মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা আজ কদমতলা থানার নবনির্মিত ভবনের দ্বারােদঘাটন করে বলেন, থানা মানেই মানুষের জরুরী পরিষেবার একটি ক্ষেত্র। কাজেই থানাগুলিকে সেবামূলক মানসিকতা নিয়ে কাজ করতে হবে যেন থানার প্রতি মানুষের আস্থা বজায় থাকে। উল্লেখ্য, থানার নবনির্মিত ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৬৭ লক্ষ টাকা। ইচাইলালছড়াতে গ্রামীণ কৃষি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, কৃষকের উন্নয়ন হলে রাজ্যের উন্নয়ন হবে। তাই রাজ্য সরকার পিএম-কিষাণ যােজনায় কৃষকদের আর্থিক সহায়তা করছে। এই গ্রামীণ কৃষি পরামর্শ কেন্দ্রটি কৃষকদের কৃষি ক্ষেত্রে জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ কাজে আসবে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, বর্তমান সরকারের লক্ষ এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তােলা। প্রতি ঘরে সুশাসন অভিযানে বিভিন্ন সরকারি প্রকল্পগুলির সুবিধা মানুষের কাছে আরও দুত পৌছে দেওয়া হবে। ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় বলেন, প্রতিঘরে সুশাসন অভিযানে মানুষের দরজায় সরকারি সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতােষ দাস, বিধায়ক মলিনা দেবনাথ, উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ড. কিরণ কুমার কে, সমাজসেবী রাজা ধর, কদমতলা ব্লকের বিডিও প্রণয় দাস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব। স্বাগত বক্তব্য রাখেন জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি।
অনুষ্ঠানে ৫টি স্বসহায়ক দলকে ঋণ প্রদান করা হয়েছে। এছাড়াও কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে ভর্তুকীতে চারজন কৃষককে পাওয়ার টিলার দেওয়া হয়েছে। টিআইডিসি থেকে দুজন উদ্যোগীকে ঋণ দেওয়া হয়েছে। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিভিন্ন প্রকল্পের সুবিধা সুবিধাভােগীদের দেওয়া হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিগণ সুবিধাভােগীদের হাতে চেক ও অনুমােদনপত্র তুলে দিয়েছেন। ব্লকভিত্তিক মেলায় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মাধ্যমে ১০০ জন সুবিধাভােগীকে বিনামূল্যে বিভিন্ন ফলের চারা দেওয়া হবে। কদমতলা ব্লকভিত্তিক মেলায় বিভিন্ন দপ্তর থেকে প্রদর্শনী স্টল খােলা হয়েছে। প্রতিটি দপ্তরের স্টল থেকে মানুষকে বিভিন্ন পরিষেবা প্রদান করা হচ্ছে। মানুষকে সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে সচেতন করা হচ্ছে। মেলাকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে।