Hare to Whatsapp
রাজ্যে গত পাঁচ অর্থবছরে ৩,২০৩ জনকে ত্রিপুরা তপশিলি জাতি সমবায় উন্নয়ন নিগম লিমিটেডের বিভিন্ন প্রকল্পে ঋণ দেওয়া হয়েছে : মন্ত্রী ভগবান চন্দ্র দাস
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ২৩, : রাজ্যে গত পাঁচ অর্থবছরে ৩,২০৩ জনকে ত্রিপুরা তপশিলি জাতি সমবায় উন্নয়ন নিগম লিমিটেডের বিভিন্ন প্রকল্পে ঋণ দেওয়া হয়েছে। ত্রিপুরা তপশিলি জাতি সমবায় উন্নয়ন নিগম লিমিটেডের প্রধান উদ্দেশ্যই হচ্ছে তপশিলি জাতিভুক্তদের আর্থিকভাবে স্বনির্ভর করে তােলা। এই লক্ষ্যে বিভিন্ন প্রকল্পে ঋণ দেওয়া হয়ে থাকে। ২২ সেপ্টেম্বর সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস একথা জানান। সাংবাদিক সম্মেলনে তিনি ত্রিপুরা তপশিলি জাতি সমবায় উন্নয়ন নিগম লিমিটেডের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। সুবিধাভােগীদের ঋণ প্রদানের পরিমাণ, ঋণ পরিশােধ ও ঋণ আদায়ের পরিসংখ্যান তথ্য তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ২০১৮-১৯ অর্থ বছরে জাতীয় তপশিলি জাতি ও উন্নয়ন নিগম এনএসএফডিসি, জাতীয় সাফাই কর্মচারি অর্থ ও উন্নয়ন নিগম এনএসকেএফডিসি এবং জাতীয় প্রতিবন্ধী অর্থ ও উন্নয়ন নিগমের প্রকল্পে ২০৪ জন সুবিধাভােগীকে মােট ২ কোটি ৯৪ লক্ষ ৫৯ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে এনএসএফডিসি, এনএসকেএফডিসি এবং এনএইচএফডিসি প্রকল্পে ৩৩২ জন সুবিধাভােগীকে বিভিন্ন প্রকল্পে মােট ৮ কোটি ৮ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। ২০২০-২১ অর্থবছরে বিভিন্ন প্রকল্পে ৩৮৪ জন সুবিধাভােগীকে ৯ কোটি ৮ লক্ষ ৮২ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। ২০২১-২২ অর্থবছরে এসমস্ত প্রকল্পে ২৫২ জন সুবিধাভােগীকে বিভিন্ন প্রকল্পে ৬ কোটি ৪৬ লক্ষ ২৬ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত ২ হাজার ৩১ জন সুবিধাভােগীকে মােট ৮ কোটি ৮৫ লক্ষ ৩২ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ২০১৮-১৯ অর্থবর্ষ থেকে ২ অর্থবছরের চলতি মাসের ২১ সেপ্টেম্বর পর্যন্ত ৪৬ কোটি ৬৮ লক্ষ ৩৮ হাজার টাকা ঋণ জাতীয় কর্পোরেশন সমূহকে পরিশােধ করা হয়।
সাংবাদিক সম্মেলনে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী ঋণগ্রহীতাদের থেকে ঋণ আদায়ের পরিসংখ্যানের তথ্যও তুলে ধরেন। তিনি জানান, ২০১৮-১৯ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত সুবিধাভােগীদের কাছ থেকে মােট ৪৩ কোটি ৬৩ লক্ষ ৬৭ হাজার টাকা ঋণ আদায় করা হয়েছে। তাছাড়াও তিনি ফিশারি/হ্যাচারি, লঘ ব্যবসা যােজনা, মাইক্রো ক্রেডিট ফাইন্যান্স, মহিলা সমদ্ধি যােজনা, উচ্চশিষ্ট ঋণ দেওয়ার তথ্য তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলি জাতি সমবায় উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান বিধায়ক রণজিৎ দাস।