Hare to Whatsapp

রাজ্যের তপশিলি জাতিভুক্ত মানুষের সামনে উন্নয়নের পথ এখন প্রশস্ত হয়েছে : তপশিলি জাতি কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, সেপ্টেম্বর ২২, : রাজ্যের তপশিলি জাতিভুক্ত মানুষের সামনে উন্নয়নের পথ এখন প্রশস্ত হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্প ও পরিষেবার সুযােগ গ্রহণ করে এই সম্প্রদায়ের মানুষদের উন্নয়নের শিখরে পৌঁছতে সচেষ্ট হতে হবে। ২১ সেপ্টেম্বর আগরতলা টাউনহলে তপশিলি জাতি সমবায় উন্নয়ন নিগম লিমিটেডের উদ্যোগে আয়ােজিত মেগা ঋণ বিতরণ শিবিরের উদ্বোধন করে একথা বলেন তপশিলি জাতি কল্যাণমন্ত্রী ভগবান চন্দ্র দাস। শিবিরে ৩৯৬ জনকে মাছ, ৬২ জনকে শুকনাে মাছ, ৬ জনকে অটোরিক্সা এবং ২ জনকে ক্ষুদ্র ব্যবসার জন্য মােট ৮৬ লক্ষ ৪ হাজার টাকা ঋণ দেওয়া হয়। সুবিধাভােগীদের তাদের ঋণের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। অনুষ্ঠানে অতিথিগণ প্রতীকি হিসেবে কয়েকজন ঋণ প্রাপকের হাতে চেক তুলে দেন। রাজ্যের তপশিলি জাতিভুক্ত সুবিধাভােগীরা মেগা ঋণ বিতরণ শিবিরে অংশগ্রহণ করেন।

শিবিরের উদ্বোধন করে তপশিলি জাতি কল্যাণমন্ত্রী ভগবান চন্দ্র দাস আরও বলেন, রাজ্যে ৩৪টি তপশিলি জাতিভুক্ত সম্প্রদায় রয়েছে। বিগত সরকারগুলির আমলে তাদের অধিকারের উপর হস্তক্ষেপ করে বিভিন্ন সুযােগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। যার ফলে এই সমাজের মানুষ প্রায় সকল ক্ষেত্রে আজও অনেকটা পিছিয়ে রয়েছে। কিন্তু বর্তমান সরকার নতুন দিশা ও মানসিকতা নিয়ে এই সমাজের বিকাশে কাজ করে চলেছে। তপশিলি জাতি কল্যাণ দপ্তর থেকে এই অংশের মানুষের উন্নয়নে কি কি সুবিধা রয়েছে তা জানানাের জন্য লিফলেট, হ্যান্ডবিল ইত্যাদির মাধ্যমে সচেতন করা হচ্ছে যাতে মানুষ তাদের সুযােগ সুবিধা এবং অধিকার সম্পর্কে সজাগ হতে পারে। এই সম্প্রদায়ের মানুষের উন্নয়নে দপ্তর শিক্ষাক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। এখন দপ্তর থেকে প্রাথমিক থেকে পেশাদারি শিক্ষা লাভের জন্য সর্বোচ্চ ৪ লক্ষ টাকা শিক্ষা ঋণ দেওয়া হয়। বৃত্তি পাওয়া থেকে কেউ যাতে বাদ না পড়ে তারজন্য অনলাইন ব্যবস্থা করা হয়েছে। হােস্টেলের সংস্কার করার পাশাপাশি আধুনিকীকরণ করা হচ্ছে। ফলে ছাত্রছাত্রীরা হােস্টেলে থেকে উন্নত শিক্ষা গ্রহণে উৎসাহী হচ্ছে। এই সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের আগরতলাতেই ইউপিএসসি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোচিং করানাের প্রতিষ্ঠান স্থাপনের জন্য দপ্তর উদ্যোগ নিয়েছে। তিনি তপশিলি জাতিভুক্তদের উন্নয়নে দপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জানাতে গিয়ে বলেন, ১২টি বিভিন্ন দপ্তরের মাধ্যমে রাজ্যের তপশিলি জাতিভুক্ত মানুষের কল্যাণে পরিকল্পনা নেওয়ার জন্য দপ্তর থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে।

রাজ্যে ৬ হাজার মাছ ও শুকনাে মাছ বিক্রেতাকে ভর্তুকিতে ১০ হাজার টাকা ঋণ, কর্মসংস্থানের জন্য ৬ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অফেরৎযােগ্য সহায়তা, মহিলাদের সেলাই মেশিন, ক্ষুদ্র ব্যবসায়ীদের ওজন পরিমাপ যন্ত্র, হকারদের বাইসাইকেল দেওয়া হবে। এছাড়াও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের বরাদ্দকৃত অর্থে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে রাজ্যের বিভিন্ন তপশিলি জাতি ত নির্দিষ্ট সংখ্যক মহিলাদের ৫০টি করে হাঁস দেওয়া হবে। তিনি আরও বলেন, আগামীদিনে রাজ্যে একটি আম্বেদকর নলেজ সেন্টার, বি আর আম্বেদকরের মূর্তি বসানাের উদ্যোগ নেওয়া হবে। | শিবিরে তপশিলি জাতি সমবায় উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান তথা বিধায়ক রঞ্জিৎ দাস বলেন, এসসি কর্পোরেশন থেকে মহিলা, ছাত্রছাত্রী, ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বল্প সুদে বিভিন্ন ঋণ দেওয়া হয়। এছাড়া যে কোনও সম্প্রদায়ভুক্ত দিব্যাঙ্গজন, সাফাই কর্মীদের ঋণ দেওয়া হয়। তিনি আরও বলেন, সুবিধাভােগীদের ঋণ প্রদানের প্রক্রিয়া অনেক সরলীকরণ করা হয়েছে। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসসি কর্পোরেশনের বাের্ড অব ডাইরেক্টর তাপস দাস। স্বাগত বক্তব্য রাখেন কর্পোরেশনের জেনারেল ম্যানেজার দেবযানী চৌধুরী। অনুষ্ঠানে কর্পোরেশনের বাের্ড অব ডাইরেক্টরের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।




You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.