Hare to Whatsapp

সংবাদ মাধ্যমের সহযােগিতা ছাড়া সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, সেপ্টেম্বর ২২, : সংবাদমাধ্যম হল সমাজের দর্পণ। সংবাদ মাধ্যমের সহযােগিতা ছাড়া সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই ইতিবাচক মনােভাব নিয়ে সংবাদ পরিবেশন করাই কাম্য। ২১ সেপ্টেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা নিউজপেপার সােসাইটির প্রথম রাজ্য সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, বর্তমান সময়ে বিভিন্ন সামাজিক মাধ্যমের বাড়বাড়ন্ত থকলেও সংবাদপত্রের উপরই আমাদের ভরসা রাখতে হয়। তাই মানুষ বিশ্বাস করবে এমন সংবাদ পরিবেশন করাই শ্রেয়। কোনও সংবাদ যাতে কখনাে ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে না যায় সে দিকেও দৃষ্টি রাখা আবশ্যক। মুখ্যমন্ত্রী বলেন, সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়াও সংবাদমাধ্যমের অন্যতম দায়িত্ব। তবে তা হতে হবে ইতিবাচক দৃষ্টিভঙ্গীতে। সংবাদমাধ্যমের উন্নয়নে সাংবাদিক ও সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত মালিকদের বিভিন্ন দাবি দাওয়া সম্পর্কে রাজ্য সরকার অবগত রয়েছে। তাদের দাবি দাওয়া পূরণে সরকার আন্তরিক। এব্যাপারে নিশ্চয়ই উদ্যোগ গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে ত্রিপুরা নিউজ পেপার সােসাইটির সভাপতি তথা বরিষ্ঠ সাংবাদিক ও স্যান্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে বলেন, সঠিক ও গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারকে সহযােগিতা করে থাকে সংবাদমাধ্যম। জনগণের স্বার্থ রক্ষার জন্যই সংবাদমাধ্যম কথা বলে থাকে। সম্মেলনে স্বাগত বক্তব্যে ত্রিপুরা নিউজ পেপার সােসাইটির যুগ্ম আহ্বায়ক তথা প্রবীণ সাংবাদিক অরুণ নাথ বলেন, সংবাদমাধ্যম সাধারণত: গণতন্ত্রের সুরক্ষার কাজ করে থাকে। গণতান্ত্রিক অধিকারগুলি মানুষের কাছে পৌঁছানাের লক্ষ্যেই সংবাদমাধ্যম নিরন্তর কাজ করে যাচ্ছে।

সম্মেলনে তিনি সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ও সাংবাদিকদের পেনশন পাওয়ার প্রক্রিয়াটি সরলীকরণ করার জন্য মুখ্যমন্ত্রীকে প্রয়ােজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা নিউজ পেপার সােসাইটির যুগ্ম আহ্বায়ক শানিত দেবরায়। অনুষ্ঠান মঞ্চে রাজ্যের প্রবীণ সাংবাদিক স্রোতরঞ্জন খিসাকে ত্রিপুরা নিউজ পেপার সােসাইটির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধনাস্বরূপ তার হাতে মানপত্র এবং শাল চাদর তুলে দেন মুখ্যমন্ত্রী।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.