Hare to Whatsapp
এক ত্রিপুরা, শ্রেষ্ট ত্রিপুরা গঠন করাই বর্তমান সরকারের লক্ষ্য : সমাজকল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ২১, : সমাজের অন্যান্যদের মত দিব্যাঙ্গজনদেরও বিভিন্ন সুযােগ সুবিধা প্রদানের মাধ্যমে সামনের সারিতে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস নিয়েছে বর্তমান সরকার। সবকা সাথ সবকা বিকাশ নীতিতে কাজ করে এক ত্রিপুরা, শ্রেষ্ট ত্রিপুরা’ গঠন করাই বর্তমান সরকারের লক্ষ্য। উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগরে প্রতি ঘরে সুশাসন অভিযানে দিব্যাঙ্গজনদের চলনসামগ্রী ও সহায়ক যন্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে এ কথাগুলি বলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। উত্তর ত্রিপুরা জেলা দিব্যাঙ্গজন পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে। আয়ােজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দিব্যাঙ্গজনদের সঠিক বিকাশে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। সরকারি চাকুরি ও প্রমােশনের ক্ষেত্রে চার শতাংশ সংরক্ষণ রাখা হয়েছে দিব্যাঙ্গজনদের জন্য। বর্তমান সরকারের লক্ষ্য সব অংশের মানুষের উন্নয়ন, প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করে তােলা। প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করে তােলার মধ্যে দিয়েই আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তােলা হবে। এর জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সরকার। সামাজিক ভাতা প্রতিমাসে দুই হাজার টাকা করা হয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি রাজ্যে বাস্তবায়ণ করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মলিনা দেবনাথ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ‘দিব্যাঙ্গজন’ এই সম্মানজনক নামটি দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি দিব্যাঙ্গজনদের এই সম্মানজনক অনুভূতি দিয়েছেন যে তারাও সমাজের অন্যান্যদের মত এগিয়ে যেতে পারে। এদিনের অনুষ্ঠানে এছাড়াও বক্ত্য রাখেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন প্ৰদ্যুৎ দে সরকার, রাজ্য হজ কমিটির চেয়ারম্যান জসীমউদ্দীন, সমাজসেবী গৌরব দাস তালুকদার | প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রােগ্রাম অফিসার আয়ন ভৌমিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতােষ দাস। উল্লেখ্য, অনুষ্ঠানে ৫১ জন দিব্যাঙ্গজনকে চলনসামগ্রী, শ্রবনযন্ত্র, টিচিং লার্নিং ম্যাটেরিয়েলস ও ইউনিক ডিসএবিলিটি আইডেনটিটি কার্ড প্রদান করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর সমাজকল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা ও অন্যান্য অতিথিগণ দিব্যাঙ্গজনদের হাতে এই সকল চলনসামগ্রী, শ্রবনযন্ত্র, সার্টিফিকেট ইত্যাদি তুলে দিয়েছেন।