Share Whatsapp

পূজার আগে সুবিধাভােগীদের কাছে সামাজিক ভাতার ২০০০ টাকা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য: মন্ত্রী সুশান্ত চৌধুরী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, সেপ্টেম্বর ২০, : প্রতি ঘরে সুশাসনের অঙ্গ হিসাবে রাজ্য সরকারের সামাজিক ভাতা ২ হাজার টাকা ভাতা প্রাপকদের কাছে পৌছানােই পূজার আগে বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এর জন্য রাজ্য সরকারের বাৎসরিক খরচ হবে ৬০৩ কোটি ৮৯ লক্ষ টাকা। ভাতা দিতে প্রতি মাসে অতিরিক্ত ৩১ কোটি ৪৪ লক্ষ টাকা খরচ হবে। ১৯ সেপ্টেম্বর সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানান।

সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, বর্তমান সরকার গঠন হওয়ার পর বিভিন্ন সামাজিক ভাতা ৫০০ এবং ৭০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়। এখন ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে। রাজ্যে মােট ৩২টি ভাতা চালু রয়েছে। এর মধ্যে তিনটি ভাতা জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় রয়েছে। এই প্রকল্পে ভাতা প্রাপকের সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ১১৭ জন। রাজ্য সরকারের ২৯টি সামাজিক ভাতা প্রকল্পে ভাতা পাচ্ছেন ১ লক্ষ ৬০ হাজার ২১৮ জন। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, এনএসএপি ও রাজ্য সরকারের সামাজিক ভাতা প্রকল্পে মােট ৩ লক্ষ ১৮ হাজার ৪১৫ জন ভাতা প্রাপক এখন থেকে ২০০০ টাকা করে সামাজিক ভাতা পাবেন। তিনি জানান, চলতি সেপ্টেম্বর মাস থেকেই তা কার্যকর হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব অভিষেক সিং এবং অধিকর্তা সিদ্ধার্থ শিব জসওয়াল।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.