Hare to Whatsapp
রাজ্যের সব গরীবদের বিনামূল্যে এক মাসের রেশন সামগ্রী ও নগদ পাঁচ হাজার টাকা প্রদানের দাবী সি পি এম-এর
By Our Correspondent
আগরতলা, মার্চ ২৩, : করোনা ভাইরাস মোকাবেলায় রাজ্য সরকার যেসব বিধি নিষেধ চালু করেছেন এর ফলে গরীব মানুষ সমস্যায় পড়ে গেছেন। বিশেষত যারা দিন মজুর, প্রতিদিন রোজগার করে সংসার চালান তারা বেশী সমস্যায় পরেছেন। তাই সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস দাবী করেছেন, গরীব পরিবার গুলিকে বিনামূল্যে এক মাসের রেশন সর্বরাহ করুক রাজ্য সরকার। এছাড়া নগদ পাঁচ হাজার টাকা করে বিশেষ রিলিফ দিক রাজ্য সরকার। গতকাল এক সাংবাদিক সম্মেলনে আই দাবী জানিয়েছেন গৌতম দাস।
গৌতম দাস জানান, বিনামূল্যে রেশন সামগ্রী বিতরন রাজ্য সরকারের রেশন সপ গুলির মাধ্যমে হতে পারে। সরকারী কর্মচারী আধা সরকারী দপ্তরের কর্মচারীদের বাদ দিয়ে সকল অংশের গরীব মানুষকেই এই বিশেষ সহায়তা প্রদানের দাবী জানান শ্রী দাস।
করোনা ভাইরাস মোকাবেলায় কি করা উচিৎ, কি করা উচিৎ নয় এসম্পর্কে সি পি এম সদর দপ্তর থেকে গতকাল একটি প্রচার লিফলেটও তিনি প্রকাশ করেন, সি পি এম কর্মীরা এগুলি নিয়ে মানুষের বাড়ী বাড়ী যাবেন বলে তিনি জানান।