Hare to Whatsapp
তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর সভাপতিত্বে জিরানীয়ায় আসন্ন দুর্গাপূজা নিয়ে বৈঠক
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ১৯, : ১৮ সেপ্টেম্বর বিকালে জিরানীয়া অগ্নিবীণা হলে বিভিন্ন ক্লাব ও পূজা কমিটির প্রতিনিধিদের নিয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। সভায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী প্রশাসনের সমস্ত নিয়ম নীতি মেনে সুষ্ঠু ও সুন্দরভাবে শারদোৎসবের আয়ােজন করার জন্য ক্লাব ও পূজা কমিটির উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। সভায় তিনি বলেন, চাদা নিয়ে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। যানবাহন থামিয়ে কোন প্রকার চাঁদা না তােলার জন্য তিনি পূজা উদ্যোক্তাদের প্রতি আবেদন জানান। পাশাপাশি বিসর্জনও যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।
সভায় জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবনকৃষ্ণ আচার্য বলেন, পূজার পর এবার শারদ সম্মানের আয়ােজন করা হবে। বিভিন্ন বিভাগে পূজা কমিটিগুলিকে পুরস্কৃত করা হবে। সভায় অন্যান্যদের মধ্যে আলােচনা করেন মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রী প্রসাদ দাস, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। উপস্থিত ছিলেন জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, রাণীরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুক্ল দাস, ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ ও মহকুমার বিভিন্ন পূজা কমিটির প্রতিনিধিগণ।