Hare to Whatsapp

দিব্যাঙ্গজনদের কল্যাণে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প নিয়েছে: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, সেপ্টেম্বর ১৯, : বিলােনীয়া পুরাতন টাউন হলে সামাজিক আধিকারিতা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আর্টিফিসিয়াল লিম্বস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অব ইন্ডিয়া এবং দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই শিবিরের আয়ােজন করা হয়। শিবিরে বিলােনীয়া পুর পরিষদ ও ভারতচন্দ্রনগর ব্লকের ২৫০ জন দিব্যাঙ্গজন ও বয়স্ক নাগরিককে বিভিন্ন চলন ও সহায়ক সামগ্রী প্রদান করা হয়। ভারত সরকারের এডিআইপি ও আরভিওয়াই প্রকল্পে এ সমস্ত চলন ও সহায়ক সামগ্রী দেওয়া হয়েছে। উল্লেখ্য, আজ দক্ষিণ ত্রিপুরা জেলার সমস্ত ব্লক কার্যালয়, নগর পঞ্চায়েত ও পুর পরিষদ এলাকার ১,৫৮৫ জন দিব্যাঙ্গনকে চলন ও সহায়ক সামগ্রী দেওয়া হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ১ কোটি ৩২ লক্ষ টাকা। | শিবিরের উদ্বোধন করে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির জন্মদিন উপলক্ষে দেশের ২৮টি রাজ্যের ৭২টি স্থানে সামাজিক আধিকারিতা শিবির অনুষ্ঠিত হয়েছে। এ সমস্ত শিবিরে দিব্যাঙ্গজন ও বয়স্ক নাগরিকদের চলন ও সহায়ক সামগ্রী দেওয়া হচ্ছে। তিনি বলেন, দিব্যাঙ্গজনদের কল্যাণে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প নিয়েছে। এ সমস্ত প্রকল্প রাজ্যেও বাস্তবায়িত করা হচ্ছে। দেশের ২ লক্ষ ৪ হাজার দিব্যাঙ্গ ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হচ্ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ ত্রিপুরা জেলার বিলােনীয়াতে শীঘ্রই একটি ডিডিআরসি চালু করা হবে। এজন্য কেন্দ্রীয় সরকার ৪৮ লক্ষ টাকা বরাদ্দ দেবে। আগামী ১২-১৩ নভেম্বর ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উত্তর-পূর্বাঞ্চলের দিব্যাঙ্গজনদের জন্য চাকুরি ও ঋণমেলা অনুষ্ঠিত হবে। দিব্যাঙ্গজনেরা কখনও যেন নিজেদের অসহায় না ভাবেন। কেন্দ্র ও রাজ্য সরকার সবসময় তাদের পাশে রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, সহকারি সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস, বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক, বিলােনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গােপ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা সাজু বাহিদ এ।

কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আজ বিলােনীয়ার রাধানগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ২৪ ঘন্টার পরিষেবা সূচনা করেন। এ উপলক্ষে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, এই পরিষেবা চালুর মধ্যদিয়ে এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হল। তিনি রাধানগর গ্রাম পঞ্চায়েতকে প্লাস্টিক মুক্ত গ্রাম পঞ্চায়েত হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তপন দেবনাথ, ভাইস চেয়ারম্যান রতন সেন চৌধুরী, পরিবার কল্যাণ ও রােগ প্রতিরােধক দপ্তরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা, জেলাশাসক সাজু বাহিদ এ প্রমুখ।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.