Hare to Whatsapp
প্রধানমন্ত্রী-র জন্মদিনে ত্রিপুরায় আজ থেকে ৩০ শে নভেম্বর পর্যন্ত চলবে "প্রতি ঘরে সুশাসন" অভিযান
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ১৭, : আজ রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রতি ঘরে সুশাসন অভিযান কর্মসূচির আনুষ্ঠানিক সূচনায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ রাজ্যের একাধিক মন্ত্রী, মুখ্য সচিব , ডিজিপি সহ অন্যান্য অফিসাররা। এই অনুষ্ঠানে বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য সরকার প্রদত্ত সকল প্রকার ভাতা প্রাপকদের ১০০০ টাকার পরিবর্তে ২০০০ টাকা করে প্রদান করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও উত্তর মহারানীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের জন্য ২৪ ঘণ্টা স্বাস্থ্য পরিষেবার উদ্বোধন করা হয়। পাশাপাশি খোয়াই জেলার পদ্মবিল ব্লক এলাকার রতনপুর গ্রামীন বাজারে সোলার স্ট্রিট লাইট এর উদ্বোধন করা হয়। একই সাথে বিভিন্ন প্রকল্পে সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র, চেক এবং অটো রিক্সার চাবি।
বর্তমানে রাজ্য সরকারের সামাজিক ভাতা প্রকল্পে বেনিফিসিয়ারিদের জনপ্রতি ১ হাজার টাকা করে দেওয়া হয়। এবার থেকে এই প্রকল্পে আর্থিক অনুদানের পরিমাণ ১ হাজার টাকা বাড়িয়ে ২ হাজার টাকা করার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী। আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজী'র জন্মদিন। এই উপলক্ষে আয়োজিত 'প্রতি ঘরে সুশাসন' অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দিতে পারায় মুখ্যমন্ত্রীকে খুবই আপ্লুত মনে হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেছেন, বর্ধিত সামাজিক ভাতা সেপ্টেম্বর মাস থেকেই ঘোষণা কার্যকর হবে। এরই অংশ হিসেবে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী কয়েকজন বেনিফিসিয়ারির হাতে সামাজিক ভাতা প্রকল্পের নয়া ঘোষিত ২ হাজার টাকার চেক তোলে দিয়েছেন।
তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে উপ মুখ্যমন্ত্রী শ্রী যীষ্ণু দেববর্মা, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র শ্রী দীপক মজুমদার এবং প্রশাসনের আধিকারিকগ উপস্থিতি ছিলেন।