Hare to Whatsapp
দুর্গাপূজা হচ্ছে সদভাবনার উৎসব: মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ১৫, : আগরতলা পুরনিগম এলাকার দুর্গাপূজা উদ্যোক্তাদের নিয়ে ১৪ সেপ্টেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগরতলা পুরনিগমের উদ্যোগে আয়ােজিত এই সভায় বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, বাজার ও পূজা কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাপূজা হচ্ছে সদভাবনার উৎসব। একে কেন্দ্র করে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববােধ ও সংহতির সৃষ্টি হয়। অহেতুক চাদার নামে এই উৎসবকে কালিমালিপ্ত করা উচিত নয়। যদি কোন ক্লাব বা পূজা কর্তৃপক্ষের বিরুদ্ধে চাঁদা সংক্রান্ত অভিযােগ আসে তাহলে আইন তার নিজস্ব পথে চলবে। মুখ্যমন্ত্রী বলেন, সরকার আত্মনির্ভর ত্রিপুরা গড়তে প্রথম থেকেই সচেষ্ট রয়েছে। কিন্তু বড় বড় বাজেটের পূজাগুলির ক্ষেত্রে দেখা যায় মূর্তি, প্যান্ডেল, আলােকসজ্জা ইত্যাদির জন্য রাজ্যের বাইরের শিল্পীদের সুযােগ করে দেওয়া হয়। এই ক্ষেত্রে রাজ্যের শিল্পী ও শ্রমিকরা কাজ করতে পারলে রাজ্যের অর্থ রাজ্যেই থেকে যাবে। এই বিষয়ে পূজা উদ্যোক্তাদের ইতিবাচক মনােভাব নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী অনুরােধ জানান। সভায় মুখ্যমন্ত্রী মতবিনিময় সভায় যে সকল বিষয় নিয়ে আলােচনা হয়েছে এবং যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা নিয়ে নিজ নিজ ক্লাবে আলােচনা করার জন্যও উপস্থিত পূজা উদ্যোক্তাদের বলেন। তিনি আরও বলেন, বিগত সময়গুলিতে দুর্গাপূজাকে কেন্দ্র করে উশৃঙ্খলতা চরমে ছিল। বর্তমান সরকারের সময় সুষ্ঠভাবে আইন শৃঙ্খলা রক্ষার ফলে সেই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব হয়েছে। এবারের পূজায় নেশাজাতীয় সামগ্রী সম্পূর্ণরূপে বর্জন করার জন্য মুখ্যমন্ত্রী আহ্বান জানান। পূজার সময় অনুমােদিত বিদ্যুৎ ব্যবহার, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখা, ক্লাবগুলির মধ্যে স্বাস্থ্যকর প্রতিযােগিতার জন্য সকল ক্লাবগুলিকে একসাথে কাজ করতে মুখ্যমন্ত্রী অনুরােধ জানান।
সভায় আলােচনায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত সকল ক্লাব কর্তৃপক্ষদের নিকট সরকারিভাবে প্রথমবারের মত বিজয়া দশমী উপলক্ষে আয়ােজিত মায়ের গমন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান। তিনি জানান, প্রাথমিকভাবে ৭ অক্টোবর এই অনুষ্ঠান করা হবে। এই উপলক্ষে পােষ্ট অফিস চৌমুহনী থেকে প্যারাডাইস চৌমুহনী, মেলারমাঠ হয়ে দশমীঘাট পর্যন্ত বিভিন্ন ক্লাবের দুর্গাপ্রতিমাগুলিকে নিয়ে বর্ণাঢ্য র্যালি করে দশমী করা হবে। সভায় আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পুরনিগম কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলােচনা করেন। তিনি জানান, ক্লাব কর্তৃপক্ষের পূজা করার অনুমােদন নেওয়ার ক্ষেত্রে যাতে কোন ধরণের অসুবিধা হয় এজন্য জোনাল অফিসগুলিতে ব্যবস্থা রাখা হয়েছে।
এ বছর দর্শনার্থীদের নিকট নতুন আগরতলা শহর তুলে ধরার জন্য কাজ করছে পুরনিগম। শহরের সৌন্দর্যায়ণে প্রায় ৫ কোটি টাকা আলাদা প্যাকেজ হাতে নেওয়া হয়েছে। পূজা উপলক্ষে শহরের ৬টি গুরুত্বপূর্ন রাস্তাকে ত্রিরঙ্গা আলােকসজ্জায় সাজানাে, রাস্তা মেরামত, দশমীঘাটে প্রতিমা নিরঞ্জনের স্থানের আয়তন বাড়ানাে ও স্থায়ী ফ্লাড লাইটের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও দশমীঘাটে বিসর্জনের জন্য থাকবে ট্রলি, ক্রেন ইত্যাদি। মধ্যরাত্রির মধ্যে প্রতিমা নিরঞ্জন কর্মসূচি সম্পন্ন করার চেষ্টা করা হবে। সভায় ডিআইজি জি কে রাও জানান, এবছর এখন পর্যন্ত পশ্চিম ত্রিপুরায় ৯০৪টি পূজা করার আবেদনপত্র জমা পড়েছে। সারা রাজ্যে এই সংখ্যা প্রায় আড়াই হাজার। আইন শৃঙ্খলা রক্ষায় আরক্ষা বাহিনীর সদস্যদের ছাড়াও প্রায় দেড়হাজার টি এস আর, স্কাউটস এন্ড গাইডস, এনসিসি-র সদস্যরা থাকবেন। সন্ধ্যা ৫টা থেকে রাত্রি ১২টা পর্যন্ত থাকবে নাে এন্ট্রি। এজন্য আগরতলা শহরে ঢােকার মুখে থাকবে ১০টি ড্রপ গেইট। | সভায় এছাড়াও বক্তব্য রাখেন মুখ্যসচিব জে কে সিনহা, পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন, বিদ্যুৎ দপ্তরের সচিব ব্রীজেশ পান্ডে, মিউনিসিপ্যাল কমিশনার তথা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, ক্লাব ফোরামের সভাপতি প্রণব সরকার। সভায় উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, এসপি শংকর দেবনাথ, আগরতলা পুরনিগমের জোনাল চেয়ারম্যানগণ সহ পুরপরিষদগণ। আজকের মতবিনিময় সভায় জুয়েলস অ্যাসােসিয়েশন, রামনগর স্পাের্টিং ক্লাব, জয়নগর জেপিসি, শান্তিকামী সংঘ, শ্রী অরবিন্দ সংঘের প্রতিনিধিগণ আলােচনায় অংশ নেন।