Hare to Whatsapp
স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে সরকার নিরন্তর প্রয়াস জারি রেখেছে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ১৪, : রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে সরকার নিরন্তর প্রয়াস জারি রেখেছে। রাজ্যের প্রত্যেকটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে ক্রমান্বয়ে হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারে রূপান্তরের কাজ চলছে। ১৩ সেপ্টেম্বর কুমারঘাট মহকুমায় ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা) মানিক সাহা একথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। স্বাগত বক্তব্য রাখেন পরিবার কল্যাণ ও রােগ প্রতিরােধক দপ্তরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামাে উন্নয়নে সরকার কাজ করছে। হাসপাতালকে মন্দিরের ভাবনায় দেখে তার পরিচ্ছন্নতার দিকে সর্বসাধারণকে নজর দিতে হবে। ভাল পরিষেবার জন্য ডাক্তার ও রােগীর মধ্যে ভাল সম্পর্ক তৈরী হওয়া জরুরী। তিনি বলেন, রােগী কল্যাণ সমিতিকেও আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। এখন রাজ্যে স্বাস্থ্য পরিষেবার অনেক উন্নতি হয়েছে। রাজ্যে হার্ট, নিউরাে থেকে ক্যান্সারের সার্জারিও হচ্ছে। এইমসে’র ধাচে এই রাজ্যেও হাসপাতাল গড়ার চেষ্টা চলছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুধাংশু দাস স্বাস্থ্য পরিষেবা সহ রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে সবার সহযােগিতার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশিষ্টজনেদের মধ্যে উপস্থিত ছিলেন টিআইডিসি’র চেয়ারম্যান টিংকু রায়, জেলাশাসক উত্তম কুমার চাকমা, জেলা পুলিশ সুপার কান্তা জাঙ্গীর, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা.জন বি দার্লং প্রমুখ। নবনির্মিত ১০ শয্যা বিশিষ্ট ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটির ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি ৫৮ লক্ষ টাকা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জগন্নাথপুর চা বাগিচার পাঁচজন ভূমিহীন বাগিচা শ্রমিকের হাতে মুখ্যমন্ত্রী চা শ্রমিক উন্নয়ন প্রকল্পে জমির পাট্টার কাগজ তুলে দেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী নবনির্মিত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন।