Hare to Whatsapp
ওরা অনেক ঠেকিয়েছে, আর যাতে ঠকাতে না পারে সেজন্য সতর্ক থাকুন: মানিক সরকার
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ৯, : বিজেপিকে বিশ্বাস করবেননা। ওরা প্রতিশ্রুতি মতো কাজ করেনা। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ওরা আপনাদের অনেক ঠকিয়েছে। আর ঠকতে যাবেননা। কাঞ্চনপুরে এক দলীয় সমাবেশে বিরোধী দলনেতা মানিক সরকার একথা বলেছেন ।
তিনি বলেন, বিজেপির প্রতিশ্রুতি ছিল রোজভ্যালিতে টাকা রেখে যারা প্রতারিত হয়েছেন তাদের টাকা ভোটে জেতার পর ফেরত দেওয়ার উদ্যোগ গ্রহণ করবেন। কেলেঙ্কারির সাথে জড়িতদের পাতাল থেকে খুঁজে আনার কথা দিয়েছিল বিজেপি। কিন্ত কিছুই করেনি। মানিক সরকার প্রশ্ন তুলেন সাড়ে চার বছরে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? প্রতিশ্রুতি অনুযায়ী রোজভ্যালিতে আমানতকারীরা কি তাদের টাকা ফেরত পেয়েছেন? গত সাড়ে চার বছরে বিজেপি জোট সরকারের অকর্মণ্যতা, ব্যর্থতাই সাধারণ মানুষের প্রধান আলোচনা হয়ে উঠেছে। তাঁর থেকে দৃষ্টি ঘুরিয়ে রাখবার উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবেই আবারও রোজভ্যালি কেলেঙ্কারির দায়ভার বামফ্রন্ট সরকারের উপর চাপানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে বলে তিনি পাল্টা অভিযোগ করেন। তিনি বলেন চিট ফান্ড কোম্পানির বিরুদ্ধে আমরাই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলাম। সিবিআই কিছুই করেনি। অনেক বাম নেতাদের ফাঁসানোর চেষ্টা করেছে বিজেপি। কিন্ত পারেনি।
বিজেপি- এর বর্তমান সরকারকে নিকম্মা বলে কটাক্ষ করেন মানিক সরকার। এবং এই সরকারের কোন প্রতিশ্রুতিকে আর কোনও দিন বিশ্বাস না করার অনুরোধ করেন সবাইকে।