Hare to Whatsapp
জাতীয় ভাতা প্রকল্পে রাজ্যে বর্তমানে ১ লক্ষ ৪১ হাজার ৪০১ জনকে ভাতা দেওয়া হচ্ছে : সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ৮, : জাতীয় ভাতা প্রকল্পে রাজ্যে বর্তমানে ১ লক্ষ ৪১ হাজার ৪০১ জনকে পিএফএমএস-এর মাধ্যমে ভাতা দেওয়া হচ্ছে। রাজ্যে ১ লক্ষ ৫৮ হাজার ১৯৭ জনের মধ্যে ১৬ হাজার ৭৯৬ জনকে এখনও ভাতা দেওয়া সম্ভব হয়নি। ৭ সেপ্টেম্বর সচিবালয়ে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। তিনি বলেন, রাজ্যে সামাজিক ভাতা প্রদান নিয়ে বিভিন্ন মহল থেকে বিভ্রান্তি ছড়ানাে হচ্ছে। যা সঠিক নয়। তিনি জানান, কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে জাতীয় ভাতা প্রকল্পের অধীনে সমস্ত ভাতা প্রাপকদের পিএফএমএস-এর মাধ্যমেই ভাতা দিতে হবে। রাজ্যের ১৬ হাজার ৭৯৬ জনের ক্ষেত্রে ব্যাঙ্কের সমস্যার কারণে ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না। তাদের নাম পিএফএমএস-এর নিবন্ধিত না হওয়ার কারণে ভাতা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য সিডিপিও অফিস, অঙ্গনওয়াড়ি অফিসের মাধ্যমে যেসব সমস্যা রয়েছে তার সংশােধনের কাজ চলছে। যাতে দ্রুত ১৬ হাজার ৭৯৬ জনকে পিএফএমএস-এ নিবন্ধিত করা যায়।
তিনি আরও জানান, বর্তমানে রাজ্য সরকার পরিচালিত সমস্ত সামাজিক ভাতা প্রাপকদের ভাতা বেনিফিসিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রদান করা হচ্ছে। এই ক্ষেত্রে রাজ্যের মােট ২ লক্ষ ৩১ হাজার ২৪২ জন ভাতা প্রাপকদের মধ্যে মােট ৬২ হাজার ৪৮৭ জনের ভাতা বিএমএস পাের্টালের মাধ্যমে দেওয়ার কাজ চলছে। বাকী