Hare to Whatsapp
রাজ্যে প্রাণী চিকিৎসা পরিষেবার উন্নয়নে চালু করা হবে ভেটেরিনারি মােবাইল ভ্যান : প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ৮, : গ্রামীণ মানুষের আর্থসামাজিক মান উন্নয়নে প্রাণী পালনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজ্যে গ্রামীণ এলাকার মানুষের রােজগারের সযােগ বদ্ধির জন্য কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিষয়ে সরকার সর্বাধিক ত দিয়েছে। ৭ সেপ্টেম্বর বক্সনগরে প্রাণী চিকিৎসালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করে প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী ভগবান চন্দ্র দাস একথা বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্যে প্রাণী চিকিৎসা পরিষেবা উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ৯০ কোটি টাকা ব্যয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় প্রাণী চিকিৎসা কেন্দ্র গড়ে তােলা হচ্ছে।
অনুষ্ঠানে প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী আরও বলেন, রাজ্যে প্রাণী চিকিৎসা পরিষেবার উন্নয়নে চালু করা হবে ভেটেরিনারি মােবাইল ভ্যান। রাজ্যে মুখ্যমন্ত্রী উন্নত গােধন প্রকল্প সফলভাবে রূপায়িত হচ্ছে। তিনি প্রাণী পালনের মধ্যে গ্রামীণ এলাকার জনগণকে স্বনির্ভর হওয়ার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান জসীমউদ্দীন। সভাপতিত্ব করেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার। স্বাগত বক্তব্য রাখেন সিপাহীজলা জেলা প্রাণী সম্পদ বিকাশ কার্যালয়ের অতিরিক্ত অধিকর্তা ডা. বিমল কৃষ্ণ দাস।