Hare to Whatsapp
ওয়ার্ল্ড পাপেট ডে ২০২০ উপলক্ষে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক ভিডিও জারী করলো ত্রিপুরা পাপেট থিয়েটার
By Our Correspondent
আগরতলা, মার্চ ২১, : সারা বিশ্ব করোনা ভাইরাস সংক্রমণের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা পাপেট থিয়েটার “ওয়ার্ল্ড পাপেট ডে ২০২০” উদযাপন স্থগিত রেখেছে। পাপেট সামাজিক ও জনসচেতনতার একটি শক্তিশালী মাধ্যম। তাই আজ “ওয়ার্ল্ড পাপেট ডে” উপলক্ষে ত্রিপুরা পাপেট থিয়েটার করোনা ভাইরাস সম্পর্কিত মোবাইল ফোনে রেকর্ড করা এক মিনিটের সচেতনতা মূলক শর্ট ফিল্ম YouTube এ প্রকাশ করেছে। ভিডিও-টি দেখতে YouTube এ ক্লিক করুন https://www.youtube.com/watch?v=1uVMZlJ4V1o
ত্রিপুরা পাপেট থিয়েটার এক বিবৃতিতে সবাইকে জানিয়েছেন, YouTube এ ভিডিও-টি দেখতে এবং করোনা ভাইরাস সম্পর্কে নিজে সচেতন হতে ও অন্যকে সচেতন করতে।