সব অংশের মানুষের কল্যাণে বাজেট প্রস্তুত করা হয়েছে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, মার্চ ২৯, : সব অংশের মানুষের কল্যাণে এবারের বাজেট প্রস্তুত করা হয়েছে। মহিলা, ছাত্রছাত্রী, যুব অংশ, স্বাস্থ্য, শিক্ষা প্রভৃতি সব ক্ষেত্রের উন্নয়নের জন্যই এই বাজেট প্রস্তুত করা হয়েছে। ২৮ মার্চ বিধানসভা অধিবেশনে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য বাজেটের উপর বিরোধীদের আনা ছাটাই প্রস্তাবের বিরোধিতা করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা বলেন।

বিরোধী সদস্যদের আনা ৭৩টি ছাটাই প্রস্তাবের বিরোধিতা করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বাজেট আলোচনায় অংশ নেওয়ার জন্য মন্ত্রিসভার সদস্য এবং বিধায়কদের ধন্যবাদ জানান। প্রসঙ্গক্রমে তিনি বলনে, বর্তমান সরকার দেনার দায়ে জর্জরিত বলে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি বলেন, এই বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া প্রয়োজন। তথ্য দিয়ে তিনি জানান, ২০১৭-১৮ অর্থ বছর পর্যন্ত রাজ্যের মোট দেনার পরিমাণ ছিল ১২,৯০৩ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থ বছরে রাজ্যের ঋণের পরিমাণ বেড়ে দাড়ায় ১৪,৭৭৯ কোটি টাকা। এভাবে ২০২৩-২৪ অর্থ বছরে রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ দাড়ায় ২১ হাজার ৮৭৮ কোটি ২৬ লক্ষ টাকা। অর্থমন্ত্রী জানান, ২০১৮-১৯ অর্থ বছরে বকেয়া ঋণ পরিশোধ করা হয়েছে ৪৯৮ কোটি টাকা, ২০১৯-২০ অর্থ বছরে ৮৮৯ কোটি, ২০২০-২১ অর্থ বছরে ৭৪১ কোটি, ২০২১-২২ অর্থ বছরে ৬৫৬ কোটি, ২০২২-২৩ অর্থ বছরে ৯৯২ কোটি, ২০২৩-২৪ অর্থ বছরে ৯০৪ কোটি টাকা। তিনি জানান, ২০১৮-১৯ থেকে ২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত ৪৬৮০ কোটি টাকা ঋণ পরিশোধ করা হয়েছে।

অর্থমন্ত্রী জানান, ২০১৭-১৮ অর্থ বছরে সুদ প্রদান করা হয়েছে ৮৮৬ কোটি ৮৯ লক্ষ টাকা। ২০১৮-১৯ অর্থ বছরে ১০ ১৮.৯৫ কোটি, ২০১৯-২০ অর্থ বছরে ১১২৪.৯৮ কোটি, ২০২০-২১ অর্থ বছরে ১২৮৪.৮১ কোটি, ২০২১-২২ অর্থ বছরে ১৩৯৮.১৬ কোটি, ২০২২-২৩ অর্থ বছরে ১৩৭৩.৫২ কোটি এবং ২০২৩-২৪ অর্থ বছরে ১৩৩৩.৪২ কোটি টাকা। সব মিলিয়ে ২০১৭-১৮ থেকে ২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত ৮৪২০.৭৩ কোটি টাকা সুদ বাবদ প্রদান করা হয়েছে। এই অর্থ বছর গুলিতে ঋণ পরিশোধ এবং সুদ দেওয়া হয়েছে ১৩১০০.৭৩ কোটি টাকা। অর্থমন্ত্রী জানান, রাজ্য সরকার গত দুটি অর্থ বছরে (২০২২-২৩ এবং ২০২৩-২৪) কোন ধরণের ওপেন মার্কেট বরোইং করেনি। রাজ্যের আর্থিক শৃঙ্খলার জন্য সম্প্রতি ষোড়শ অর্থ কমিশন ও রাজ্য সরকারকে বাহবা জানিয়েছে।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.