Share Whatsapp

আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে হলে রাজ্যের উন্নয়নের ইতিহাসও থাকা উচিত : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, আগষ্ট ৩১, : প্রত্যেক রাজ্যেরই রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসের পাশাপাশি উন্নয়নের ইতিহাসও থাকা প্রয়ােজন। বর্তমান সরকার রাজ্যের উন্নয়নের প্রকৃত তথ্যসমৃদ্ধ ইতিহাস জনগণের কাছে তুলে ধরার প্রয়াস নিয়েছে। ৩০ আগস্ট সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে ১৯৪৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন নিয়ে ‘গ্লিম্পসেস অব ত্রিপুরাস ডেভেলপমেন্ট সিন্স ১৯৪৯' (Glimpses of Tripura's Development Since 1949) শীর্ষক কফি টেবিল বুকের আবরণ উন্মােচন করে উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন। রাজ্য সরকারের পরিকল্পনা ও সমন্বয় দপ্তর থেকে এই কফি টেবিল বইটি প্রকাশ করা হয়েছে।

কফি টেবিল বইয়ের আবরন উন্মােচন করে উপমুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা এবছর পূর্ণরাজ্য প্রাপ্তির ৫০ বছর পালন করেছে। পূর্ণরাজ্য দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজ্য সরকার ১৯৪৯ সাল থেকে এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন নিয়ে বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করে। এই বইটিতে ১৯৪৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত রাজ্য সরকার যে সমস্ত ক্ষেত্রে উন্নয়ন করেছে তার প্রকৃত তথ্য ছবি সহ তুলে ধরার প্রচেষ্টা নেওয়া হয়েছে। সবার সহযােগিতা নিয়েই এই কাজটি করা হয়েছে।

উপমুখ্যমন্ত্রী বলেন, যেকোনাে বিষয়েরই সঠিক ও প্রকৃত তথ্য থাকা দরকার। কারণ সঠিক ও প্রকৃত তথ্য না থাকলে ইতিহাস জানা সম্ভব নয়। তিনি বলেন, আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে হলে রাজ্যের উন্নয়নের ইতিহাসও থাকা উচিত। ১৯৪৯ সালে রাজ্য কেমন ছিল, বর্তমানে কি অবস্থায় রয়েছে এবং ভবিষ্যতে রাজ্যের অবস্থান কেমন হবে তার সঠিক তথ্য জনগণের জানা প্রয়ােজন। সঠিক তথ্যের মাধ্যমেই জনগণ রাজ্যের উন্নয়নের ইতিহাস জানতে পারবেন। বর্তমান রাজ্য সরকার সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা প্রয়াস মূলমন্ত্রকে পাথেয় করে প্রতিটি ক্ষেত্রের সার্বিক উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে কাজ করছে। বই আবরণ উন্মােচন অনুষ্ঠানে পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের সচিব অপূর্ব রায় এবং অধিকর্তা উদয়ন সিনহা উপস্থিত ছিলেন।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.