Hare to Whatsapp

সব ধরনের সন্ত্রাস বাড়ছে, টি এস আর- কে রাজ্যে ফিরিয়ে আনার দাবী জানালেন মানিক সরকার

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, আগষ্ট ২০, : বিরোধী দলনেতা মানিক সরকার এক বিবৃতিতে এন এল এফ টি সন্ত্রাসবাদীদের আক্রমণে নিহত বি এস এফ জওয়ান গিরিজেশ কুমার উল্ডের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। তার শোকার্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। দেশদ্রোহী এন এল এ টি সন্ত্রাসবাদীদের এই কাপুরুষোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে তিনি বলেছেন, সময়ের ব্যবধানে একাধিক আক্রমণে সন্ত্রাসবাদীদের হাতে একের পর এক নিরাপত্তা কর্মীর নিহত হবার ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক আগে থেকেই ত্রিপুরা সরকার এবং রাজ্য পুলিশের দৃষ্টি আকর্ষণ করে সশস্ত্র সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কার্যকরী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি। সন্ত্রাসবাদীদের নিজস্ব সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার জন্য কোন কোন রাজনৈতিক ব্যক্তি বিশেষের তরফে তাদের সঙ্গে যোগাযোগের অভিযোগও পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে আমরা বলেছিলাম। টি এস আর-কে রাজ্যের বাইরে ভাড়া খাটতে পাঠাবার সিদ্ধান্তের প্রতিবাদও করেছিলাম। সীমান্তবর্তী এলাকায় টি এস আর-কে দিয়ে গঠিত দ্বিতীয় নিরাপত্তাবলয়টি যাতে নষ্ট না করা হয় সেই দাবিও একাধিকবার করেছিলাম। কিন্তু কে শোনে কার কথা?

মানিক সরকারের মতে, সন্ত্রাসবাদ মোকাবিলায় ত্রিপুরা সরকারের উদাসীন ভূমিকার কারণেই একের পর এক নিরাপত্তা কর্মী নিহত হচ্ছেন। এই জীবনহানির দায় ত্রিপুরা সরকার এড়িয়ে যেতে পারে না।

তিনি বলেন নিহত বি এস এফ জওয়ানের পরিবারের পাশে সর্বোতভাবে সরকারকে দাঁড়াতে হবে। সন্ত্রাসবাদ মোকাবিলায় সীমান্ত নিরাপত্তা সুদৃঢ় করতে হবে। টি এস আর-কে অতিদ্রুত রাজ্যে ফিরিয়ে আনতে হবে এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ মোকাবিলায় কার্যকরীভাবে ব্যবহার করতে হবে। যে কোন দিক থেকেই সংকীর্ণ দলীয় রাজনৈতিক স্বার্থে সন্ত্রাসবাদীদের ব্যবহার করার চেষ্টা বন্ধ করতে দৃঢ় ভূমিকা নিতে হবে। ত্রিপুরার শান্তি-সম্প্রীতিকামী জনগণকে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে আহ্বান জানিয়েছেন তিনি।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.