Hare to Whatsapp
রাজ্যের গুণগত শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, আগষ্ট ১৪, : রাজ্যের গুণগত শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে বর্তমান সরকার ক্ষমতায় এসেই এনসিইআরটি পাঠ্যক্রম চালু করেছে। ১৩ আগস্ট সিধাই থানা প্রাঙ্গণে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মােহনপুর মহকুমার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়ােজন করা হয়। এধরণের সংবর্ধনা অনুষ্ঠানের আয়ােজন করায় শিক্ষামন্ত্রী পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যে শিক্ষার বিকাশে সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে। ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য সুপার ৩০, নতুন দিশার মতাে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মােহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, মােহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা, মােহনপুর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন শংকর দেব, মােহনপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাকেশ দেব প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার বি জগদীশ্বর রেড্ডি, মােহনপুর মহকুমার মহকুমা শাসক অনিরুদ্ধ রায় প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মােহনপুর মহকুমা পুলিশ আধিকারিক কমলকৃষ্ণ মজুমদার। অনুষ্ঠানে মহকুমার ২৫ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।