Hare to Whatsapp

কাশ্মীরের ডাল লেক থেকে কোন অংশে কম নয় ডম্বুর জলাশয় : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, আগষ্ট ১৪, : কাশ্মীরের ডাল লেক থেকে কোন অংশে কম নয় ডম্বুর জলাশয়। রাজ্যে যে এতাে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র রয়েছে তা বাস্তবে চাক্ষুস না করলে জানা সম্ভব নয়। আগামীতে নারকেলকুঞ্জকে ঘিরে এই অঞ্চলের আর্থ সামাজিক ব্যবস্থার আরও উন্নতি হবে। পাশাপাশি পর্যটকদের আকর্ষিত করতে বেসরকারি হেলিকপ্টার সার্ভিসকে এই রুটে পরিষেবা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানাে হবে। আজাদি কা অমৃত মহােৎসবের অংশ হিসেবে ১৩ আগস্ট গন্ডাছড়া মহকুমার নারকেলকুঞ্জে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা।

মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা আজ আগরতলা থেকে হেলিকপ্টারে নারকেলকুঞ্জের হেলিপ্যাডে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা ও মহকুমা প্রশাসনের পদস্থ আধিকারিকগণ। তারপর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুরু হয় হর ঘর তিরঙ্গা কর্মসূচি। এরই অংশ। হিসেবে নারকেলকুঞ্জের ডম্বুর জলাশয়ে ৭০টি মােটর ইঞ্জিন চালিত বােটের সুদৃশ্য শােভাযাত্রাতে জাতীয় পতাকা নিয়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে সামিল হন মুখ্যমন্ত্রী। পরে হর ঘর তিরঙ্গা কর্মসূচির দ্বিতীয় অংশ হিসাবে নারকেলকুঞ্জে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ােজন করা হয়। সেখানে মুখ্যমন্ত্রী আরও বলেন, নারকেলকুঞ্জের আশপাশ এলাকায় আরও ৪৮টি ছােট ছােট দ্বীপ রয়েছে। আর এই ৪৮টি দ্বীপকে রাজ্যের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরে সাজানাে হলে এই জায়গা আগামীতে পর্যটনের জন্য অন্যতম আকর্ষণীয় জায়গা হয়ে উঠবে। সেই সঙ্গে পর্যটনস্থলে ঘুরতে যাওয়া পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব সহকারে দেখতে বলেন তিনি। পাশাপাশি এই পর্যটনস্থলে এসে আনন্দ উপভােগ করার জন্য রাজ্যবাসীর উদ্দেশ্যে আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আগামীদিনে ডম্বুর জলাশয় ও নারকেলকুঞ্জকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে সরকার উদ্যোগ নেবে। তিনি আশা প্রকাশ করেন আগামীদিনে এই পর্যটনকেন্দ্রকে ভিত্তি করে এই অঞ্চলের অর্থনৈতিক বুনিয়াদ আরও সুদৃঢ় হবে।

মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা আশা প্রকাশ করেন নারকেলকুঞ্জের সুদৃশ্য জলাশয়ে বােট শােভাযাত্রার মধ্যদিয়ে আয়ােজিত এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি শুধু দেশ নয়, সারা বিশ্বেও সমাদৃত হবে। এতে বিশ্বের আঙ্গিনায় দেশের নাম আরও সমৃদ্ধ হবে। এদিন নারকেলকুঞ্জের লগহাটে বেশ কিছু সময় অতিবাহিত করেন মুখ্যমন্ত্রী। জেনে নেন এই পর্যটন স্থলের বিভিন্ন খুঁটিনাটি। এছাড়াও

মন্ত্রীর সঙ্গে ছিলেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং, এডিসির প্রাক্তন কার্যনির্বাহী সদস্য পতিরাম ত্রিপুরা, ধলাই জেলার জেলাশাসক ময়ূর গােভেকর রতিলাল, জেলা পুলিশ সুপার রমেশ যাদব প্রমুখ।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.