Hare to Whatsapp
রাজ্যে ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধি পেয়েছে : প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, আগষ্ট ১৩, : দুধ, ডিম ও মাংস উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করে তুলতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এরফলে গত ৪ বছরে রাজ্যে দুধ, ডিম ও মাংস উৎপাদন অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ১২ আগস্ট সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদি সম্মেলনে প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী ভগবান চন্দ্র দাস একথা বলেন। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ২০১৭-১৮ অর্থ বছরে রাজ্যে মাথাপিছু দুধের উৎপাদন ছিল ১২৩ গ্রাম। ২০২১-২২ অর্থ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭.২৮ গ্রাম। ডিম উৎপাদনের ক্ষেত্রে ২০১৭-১৮ অর্থ বছরে মাথা পিছু ডিমের উৎপাদন ছিল ৬৭টি। ২০২১-২২ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ৭৯টি।
সাংবাদিক সম্মেলনে প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী জানান, রাজ্যে ডিমের উৎপাদন বাড়ানাের জন্য দপ্তর ইতিমধ্যেই বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। রাজ্যে ডিমের যে চাহিদা রয়েছে তা যাতে রাজ্য থেকেই মেটানাে যায় সেই লক্ষ্যে দপ্তর ইতিমধ্যেই কাজ শুরু করেছে। তিনি আরাে জানান, মাংস উৎপাদনের ক্ষেত্রে ২০১৭-১৮ অর্থবর্ষে যেখানে বছরে মাথা পিছু মাংসের উৎপাদন ছিল ১১.৬৪ কেজি। ২০২১-২২ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে। ১৩.৪০ কেজি। রাজ্যে মাংসের উৎপাদন আরও বাড়ানাের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করা হচ্ছে। সাংবাদিক সম্মেলনে প্রাণী সম্পদ ও বিকাশ দপ্তরের সচিব টি কে দেবনাথ ও অধিকর্তা ডি কে চাকমা উপস্থিত ছিলেন।