Hare to Whatsapp
বছর বাঁচাও পরীক্ষা ও মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, আগষ্ট ১০, : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে এক বিজ্ঞপ্তিতে পর্ষদ অনুমােদিত সব বিদ্যালয় প্রধান, ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে জানানাে হয়েছে, ২০২২ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের যে সকল পরীক্ষার্থী ২০২২ সালের বছর বাচাও পরীক্ষা দিতে ইচ্ছুক, তাদের উক্ত বছর বাচাও পরীক্ষার আবেদনপত্র পর্ষদের ওয়েবসাইট www.tbse.tripura.gov.in-এ দেওয়া আছে। ছাত্রছাত্রীদের পূরণ করা আবেদনপত্র বিদ্যালয়ে জমা দেওয়ার শেষ তারিখ ১৩ আগষ্ট, ২০২২ এবং বিদ্যালয় কর্তৃক পর্ষদে জমা দেওয়ার শেষ তারিখ ১৮ আগষ্ট, ২০২২.
বিজ্ঞপ্তিতে জানানাে হয়েছে, ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষায় ম্যাথমেটিক্স (বেসিক) নিয়ে উত্তীর্ণ যে সব পরীক্ষার্থী ম্যাথমেটিক্স (স্ট্যান্ডার্ড) এর পরীক্ষায় বসতে ইচ্ছুক তাদের আবেদনপত্রও পর্ষদের ওয়েবসাইটে দেওয়া আছে। তাদের পূরণ করা আবেদনপত্রও ১৩ আগস্টের মধ্যে বিদ্যালয়ে ও ১৮ আগস্টের মধ্যে পর্ষদে জমা দিতে হবে। উক্ত পরীক্ষাগুলির ফি এবং সেন্টার ফি আবেদনপত্রে দেওয়া আছে।