Hare to Whatsapp
পশ্চিম ত্রিপুরা জেলায় ভােটার পরিচয়পত্রের সাথে আধার সংযুক্তিকরণের কাজ শুরু হয়েছে : জেলাশাসক
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, আগষ্ট ১০, : নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে নতুন ভােটার তালিকা সংশােধনীতে ফর্ম ৬-এর মাধ্যমে সচিত্র ভােটার পরিচয়পত্রের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করার কাজ পশ্চিম জেলায় শুরু হয়েছে। ৯ আগস্ট পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ের কনফারন্স হলে এক সাংবাদিক সম্মেলনে জেলাশাসক দেবপ্রিয় বর্ধন একথা জানান। সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানিয়েছেন, তবে কেউ যদি কোনও কারণে এই সংযুক্তিকরণ করতে না পারেন তাতে ভােটার তালিকা থেকে তার নাম বাদ যাবে না। শুধুমাত্র স্বচ্ছ ভােটার তালিকা তৈরি করার জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে সমস্ত ভােটারগণের পরিচয় বা তথ্যের ক্ষেত্রে গােপনীয়তা বজায় রাখা
হবে।
সাংবাদিক সম্মেলনে জেলাশাসক আরও জানান, পূর্বে শুধুমাত্র প্রথম জানুয়ারি নতুন ভােটারদের ভােটার আইডি দেওয়া হতাে এবং বছরে একবারই নতুন ভােটারগণ ১৮ বছর হলে ভােটার তালিকায় নাম নথিভুক্ত করার সুযােগ পেতাে। এখন নিয়মের পরিবর্তন করা হয়েছে। এখন বছরে চারবার অর্থাৎ প্রথম জানুয়ারি, প্রথম এপ্রিল, প্রথম জুলাই ও প্রথম অক্টোবর ভােটারগণ ভােটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণের সযােগ পাবেন এবং তাদের নতুন ভােটার আইডি দেওয়া হবে। তিনি জানান, দাবি আপত্তি শুনানির ফর্মগুলির ক্ষেত্রেও কিছু সংশােধন আনা হয়েছে। নতুন ভােটাররা শুধুমাত্র সংশােধিত ফর্ম ৬-এ আবেদন করতে পারবেন। বর্তমান ফর্ম সংশােধনীতে ৬ নং ফর্মে এক বিধানসভা কেন্দ্র থেকে অন্য বিধানসভা কেন্দ্রে বাসস্থান পরিবর্তন করার আবেদন করা যাবে। ভােটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা নাম বাদ দেওয়ার যে আবেদনপত্র ফর্ম ৭এরও কিছু সংশােধন করা হয়েছে। ফর্ম-৮ পরিবর্তন করে একটি নতুন ফর্ম-৮ করা হয়েছে। এই ফর্মের মাধ্যমে বাসস্থান স্থানান্তর, ভােটার তালিকায় উল্লেখিত তথ্যের সংশােধন, ভােটার পরিচয়পত্র প্রতিস্থাপন, প্রতিবন্ধী চিহ্নিতকরণ করা যাবে। সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ের অন্যান্য আধিকারিকগণও উপস্থিত ছিলেন।