Hare to Whatsapp
জিরানীয়ায় স্বসহায়ক দলের সদস্যদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ কর্মসুচির সূচনা করলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, আগষ্ট ৮, : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী জিরানীয়া অগ্নিবীণা হলে ৭ আগস্ট বিভিন্ন স্বসহায়ক দলের সদস্যদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ কর্মসূচির সূচনা করেন। জিরানীয়া নগর পঞ্চায়েত এবং জিরানীয়া ব্লকের অন্তর্গত স্বসহায়ক দলের সদস্যদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করতে গিয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন, জাতীয় পতাকা আমাদের কাছে গর্বের। পূর্ন সম্মান জানিয়ে প্রত্যেক বাড়িতে আগামী ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। তিনি আরও বলেন, জিরানীয়া মহকুমায় প্রায় ২৭,৫০০টি জাতীয় পতাকা বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মহকুমার প্রতি ব্লকে জাতীয় পতাকা বিতরণ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক জীবনকৃষ্ণ আচার্য, জিরানীয়া ব্লকের বিডিও অনুরাগ সেন, জিরানীয়া নগরপঞ্চায়েতের চেয়ারম্যান রতন কুমার দাস, জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন মঞ্জু দাস, সমাজসেবী গৌরাঙ্গ ভােমিক প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ স্বসহায়ক দলের সদস্যদের হাতে জাতীয় পতাকা তুলে দেন।