Hare to Whatsapp
মুখ্যমন্ত্রীর আবেদন
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, আগষ্ট ৭, : রাজ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করে তুলতে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক। সাহা রাজ্যবাসীর প্রতি আবেদন জানিয়েছে। এই আবেদনে মুখ্যমন্ত্রী বলেছেন, ভারতের জাতীয় পতাকা ভারতের জনগণের আশা ও আকাঙ্খার প্রতীক। জাতীয় পতাকা হচ্ছে জাতির গর্ব। বিগত দশকগুলিতে জাতীয় পতাকার পূর্ণ মর্যাদা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্য সহ বহু মানুষ আত্মবিলদান দিয়েছেন।
ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে জনগণকে নিজ নিজ বাড়িতে তিরঙ্গা পতাকা উত্তোলনে উৎসাহিত করতে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
জাতীয় পতাকার সাথে এতদিন আমাদের সম্পর্ক ব্যক্তিগত না হয়ে মূলতঃ প্রাতিষ্ঠানিক ছিল। স্বাধীনতার ৭৫তম বছরে ভারতীয় হিসেবে জাতীয় পতাকাকে বাড়ি বাড়ি বরণ করে নেওয়া শুধুমাত্র তিরঙ্গার সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ককেই প্রতিভাত করেনা, এই উদ্যোগ দেশ গঠনে আমাদের অঙ্গীকারেরও প্রতীক।
এই কর্মসূচির মূল উদ্দেশ্যই হচ্ছে জনসাধারণের মধ্যে দেশপ্রেমের ভাবনাকে জাগিয়ে তোলা এবং জাতীয় পতাকা সম্পর্কে সচেতনতা বাড়ানো। এই কর্মসূচি উদ্যাপনে আমি সমস্ত জনসাধারণ, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানগুলির প্রতি আবেদন জানাচ্ছি সবাই যেন নিজ নিজ উদ্যোগে যার যার বাড়িতে/প্রতিষ্ঠানে ১৩-১৫ আগস্ট, ২০২২ এ সময়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।