Hare to Whatsapp
ফাইল মিসিংঃ কোন উপায়ান্তর না দেখে ট্যুইটে মুখ্যমন্ত্রীকে টেগ করে ফল মিলল, ২৪ ঘন্টার মধ্যে প্রয়াতের ডেথ সার্টিফিকেট তৈরী
By Our Correspondent
আগরতলা, মার্চ ১৯, : রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের সমস্যা সমাধানে তৎক্ষণাৎ এগিয়ে এলেন। আজ আগরতলার ডুকলী এলাকার জনার্ধন সরকার নামে এক যুবক মুখ্যমন্ত্রীকে ট্যুইট করে জানান, জনৈক চক্রধর সরকার গত বছরের ৪ঠা সেপ্টেম্বর মারা যান। যথারীতি সরকারি নিয়ম মেনে ডুকলী ব্লকের বিডিও অফিসে ডেথ সার্টিফিকেটের জন্য আবেদনও জমা দেন। কিন্তু যথাসময়ে মিলেনি সার্টিফিকেট।
পরে ২১ শে ডিসেম্বর ২০১৯ তারিখে সদর এসডিএম অফিস থেকে জানানো হয় সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, বিডিও অফিস থেকে সংগ্রহ করার জন্য। কিন্তু বিডিও অফিসে যেতেই আক্কেলগুড়ুম হয়ে যায় জনার্ধন বাবুর। তাঁকে জানানো হয় সংশ্লিষ্ট ফাইল খোয়া গেছে। তখন কোন উপায়ান্তর না পেয়ে জনার্ধন বাবু ট্যুইট করে বিষয়টি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবকে।
মুখ্যমন্ত্রী এই ট্যুইট পেয়েই তৎক্ষনাত সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন এবং দ্রুত প্রয়াত চক্রধর সরকারের ডেথ সার্টিফিকেট তৈরীর ব্যাবস্থা করেন। পরে রিট্যুইট করে জনার্ধন বাবুকে জানান বিডিও অফিস থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে।
গোটা প্রক্রিয়াটি কয়েক ঘন্টার মধ্যেই সম্পন্ন করেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন সংযোগের খবর চাউর হতেই প্রসংসায় মুখর হয় সামাজিক যোগাযোগ মাধ্যম।
এদিকে, কেন এই বিড়ম্বনায় পরতে হল আবেদনকারীকে, তা খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। মানুষের সমস্যা সমাধানে, প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করার জন্য কড়া নির্দেশ দেন।