Hare to Whatsapp
ভ্রাম্যমান তারামন্ডল মহাকাশ সম্পর্কে ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়াবে : উপমুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, আগষ্ট ৬, : রাজ্যের ছাত্রছাত্রীদের বিজ্ঞানমনষ্ক করে তােলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞানের প্রতি যাতে ছাত্রছাত্রীদের আরও আকর্ষণ বাড়ে সেজন্য সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। মহাকাশ সম্পর্কে ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়াতে রাজ্যের সমস্ত জেলায় ভ্রাম্যমান তারামন্ডলের ব্যবস্থা করা হচ্ছে। ৫ আগস্ট বিশ্রামগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভ্রাম্যমান তারামন্ডলের উদ্বোধন করে একথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষু দেববর্মা। উল্লেখ্য, এই তারামন্ডলটি জেলার বিভিন্ন বিদ্যালয়ে প্রদর্শন করা হবে। বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এই ভ্রাম্যমান তারামন্ডল ছাত্রছাত্রীদের মহাকাশ, নানা গ্রহ-উপগ্রহ ও ছায়াপথ সম্পর্কে জ্ঞান অন্বেষণে সহায়ক ভূমিকা নেবে। এই ভ্রাম্যমান তারামন্ডলটি নির্মাণে ব্যয় হয়েছে। ৮ লক্ষ টাকা।
ভ্রাম্যমান তারামন্ডলের উদ্বোধনী অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। তাই ছাত্রছাত্রীদেরও বিজ্ঞানমনষ্ক হতে হবে। তিনি বলেন, রাজ্যে শিক্ষার বিকাশে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রান্তিক এলাকাগুলিতেও গুণগত শিক্ষার সম্প্রসারণে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী ও অতিরিক্ত সচিব অনিমেষ দাস। উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমার মহকুমা শাসক বিনয়ভূষণ দাস, দপ্তরের উপসচিব বি চক্রবর্তী প্রমুখ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত দাস।