Hare to Whatsapp

রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া আগামী ২৫ জুলাই থেকে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জুলাই ২৩, : রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া আগামী ২৫ জুলাই থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ২২ জুলাই সচিবালয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ তার অফিসকক্ষে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। তিনি বলেন, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজগুলিতে সেমিস্টার পরীক্ষা আগামী ২৫ জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত চলবে। তাছাড়া এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজ যথাক্রমে এমবিবি এবং বিবিএমসি কলেজের সেমিস্টার পরীক্ষা আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে এবং ২৯ আগস্ট ২০২২ পর্যন্ত চলবে। শিক্ষামন্ত্রী জানান, এবার অনেকগুলি কলেজে নতুন আরও কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। শিক্ষামন্ত্রী জানান, মহিলা কলেজে নতুন বিষয় হিসেবে এনসিসি অন্তর্ভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে ৩০টি আসন থাকবে। রামঠাকুর কলেজে নতুন বিষয় হিসেবে বােটানি অনার্স, এনসিসি অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই বিষয়গুলির জন্য যথাক্রমে ২০টি ও ৩০টি আসন থাকবে। খুমুলুঙস্থিত গভর্নমেন্ট ডিগ্রি কলেজেও ৩০টি আসন নিয়ে এনসিসি বিষয়টি অন্তর্ভুক্ত করা হচ্ছে। এছাড়া মােহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে নতুন বিষয় হিসেবে ভুগােল, ফিলােসােফি, ইকোনমিক্স, ফিজিক্যাল এডুকেশন অন্তর্ভুক্ত করা হচ্ছে। বিশালগড়ের রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে এনসিসি, তেলিয়ামুড়ার গভর্নমেন্ট ডিগ্রি কলেজে বােটানি, জুওলােজি, হিউমেন ফিজিওলােজি অর্থাৎ বায়াে সায়েন্সের পাস কোর্স নতুন করে চালু করা হচ্ছে।

কমলপুর গভর্নমেন্ট ডিগ্রি কলেজে এনসিসি, গন্ডাছড়া গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ইংলিশ অনার্স ও ফিজিক্যাল এডুকেশন, লংতরাইভ্যালি গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ইংরেজি অনার্স ও এনসিসি, কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে এনসিসি, ফটিকরায়ের আম্বেদকর কলেজে কমার্স এবং এনসিসি, ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজে এনসিসি নতুন বিষয় হিসেবে চালু করা হচ্ছে।

এছাড়াও কাঞ্চনপুর গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ইংরেজি অনার্স, এডুকেশন অনার্স, ফিলােসােফি অনার্স বিষয় চালু করা হচ্ছে। সােনামুড়ার কবি নজরুল মহাবিদ্যালয়ে, উদয়পুরের নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ে, অমরপুর অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি মহাবিদ্যালয়ে এবং বিলােনীয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে নতুন বিষয় হিসেবে এনসিসি অন্তর্ভুক্ত করা হচ্ছে। শান্তিরবাজার গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ইংরেজি অনার্স বিষয়টি নতুনভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। শিক্ষামন্ত্রী জানান, এই শিক্ষাবর্ষ থেকে নতুন করে আগরতলায় ইংরেজি মাধ্যম কলেজ শুরু করা হবে। এতে ইংরেজি, বাংলা, সােসিওলােজি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স এবং ইতিহাস ইত্যাদি বিষয়ে স্নাতক পর্যায়ে পড়াশােনা করা যাবে। সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, ২২টি সাধারণ ডিগ্রি কলেজের মধ্যে ২ ১টিতে ন্যাক (NAAC)-র অনুমােদন রয়েছে।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.