Hare to Whatsapp
রাজ্যে সড়ক নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রীর পর্যালােচনা
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুলাই ২২, : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা ২১ জুলাই এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে পূর্ত দপ্তরের অধীনে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেসব সড়কের কাজ হাতে নেওয়া হয়েছে তার পর্যালােচনা করেন। মুখ্যসচিব জে কে সিনহা, পূর্ত দপ্তরের সচিব, পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের সচিব, মুখ্য বন সংরক্ষক, পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার ও অন্যান্য আধিকারিকরাও এই পর্যালােচনা সভায় অংশ নেন। ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা রাজ্যের সড়ক নির্মাণ ও মেরামতের কাজ সময়মত সম্পূর্ণ করার উপর গুরুত্ব আরােপ করেন। বর্তমানে ২৫৭ কিমি জাতীয় সড়ক, ৯৩৭ কিমি রাজ্য সড়ক, জেলা সড়ক ও গ্রামীণ সড়ক নির্মাণের কাজ চলছে। ৯৩৭ কিমি সড়ক এবং ৩৫টি সেতুর উন্নয়নের জন্য ভারত সরকারের সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রকের দেওয়া অর্থ ছাড়াও রাজ্য সরকার আর আই ডি এফ, স্পেশাল সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স, সুবর্ণজয়ন্তী ত্রিপুরা নির্মাণ প্রকল্প ও রাজ্য বাজেট থেকে মােট ৯৪৮ কোটি টাকা বরাদ্দ করেছে। তাছাড়া পূর্ত দপ্তর ২০২২-২৩ অর্থবছরে ১৬০ কোটি টাকা ব্যয়ে ১৪৫০ কিমি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মেরামতের কাজ হাতে নিয়েছে।
পর্যালােচনা সভায় আরও জানানাে হয় রাজ্য সরকার পি এম জি এস ওয়াই-iii প্রকল্পে আরও ৭৭৫ কিমি রাস্তা অনুমােদন, কমলপুর-আমবাসা-গন্ডাছড়া সড়ককে জাতীয় সড়ক হিসেবে ঘােষণা এবং কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের কেন্দ্রীয় সড়ক পরিকাঠামাে উন্নয়ন ফান্ড থেকে আরও রাস্তা অনুমােদনের জন্য ভারত সরকারের সাথে আলােচনা চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী প্রকল্পের সাইট পরিদর্শন, কাজের গুণমান বজায় রাখার জন্য নজরদারি, সময়মত বন ও জমির অনুমােদন ইত্যাদির মাধ্যমে কাজের গতি বাড়াতে নির্দেশ দেন পূর্ত দপ্তরকে। রাস্তার কাজের গুণমান বাড়াতে তিনি নেনাে টেকনােলজির প্লাস্টিক ব্যবহার ইত্যাদি পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দেন। মুখ্য সচিব জে কে সিনহাও সময়মত কাজ সম্পন্ন করা ও গুণমান বজায় রাখার উপর গুরুত্ব আরােপ করে বলেন, সেজন্য প্রয়ােজনীয় অর্থের সংস্থান থাকবে।