Share Whatsapp

প্রশাসনিক সুযােগ সুবিধা মানুষের হাতের কাছে পৌছে দেওয়া হচ্ছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জুলাই ২১, : প্রশাসনিক সুযােগ সুবিধা মানুষের হাতের কাছে পৌছে দেওয়ার জন্য রাজ্যের বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। মানুষ যাতে প্রশাসনিক বিভিন্ন সুযােগ সুবিধা খুব সহজেই পেয়ে যেতে পারেন এজন্য রাজ্য সরকারের প্রতিটি দপ্তর কাজ করে চলেছে। ২০ জুলাই মােহনপুর মহকুমা শাসক কার্যালয় প্রাঙ্গণে লিগ্যাল মেট্রোলজি অর্গানাইজেশনের অফিস কাম ওয়ার্কিং স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শিক্ষা মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। এই অফিস ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ২৪ লক্ষ ৮৬ হাজার টাকা। আজ মােহনপুর মহকুমা শাসক কার্যালয়ে এই ভবনের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী মনােজ কান্তি দেব। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস এই শ্লোগানকে সামনে রেখে রাজ্য সরকার কাজ করে চলেছে। কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিয়ে বিভিন্ন দপ্তরের ক্ষেত্রে নানা প্রকল্প রয়েছে। সমাজের বিভিন্ন অংশের মানুষের কাছে এসমস্ত প্রকল্পের সুযােগ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা ভােগ করার ক্ষেত্রে সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় সেজন্য বিভিন্ন দপ্তর সচেষ্ট।

ল্যাবরেটরি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করে খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক মন্ত্রী মনােজ কান্তি দেব বলেন, রাজ্যে ক্রেতা সুরক্ষার ক্ষেত্রে লিগ্যাল মেট্রোলজি দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্যাকেটজাত পণ্যের সঠিক ওজন, মুদ্রিত মূল্যের থেকে বেশী মূল্যে প্যাকেটজাত পণ্য যাতে বিক্রি না হয় ইত্যাদি বিষয়গুলি নিশ্চিত করা এই দপ্তরের দায়িত্ব। এই অফিসটি চালু হওয়ায় মােহনপুর মহকুমার ব্যবসায়ীগণ এখান থেকেই বিভিন্ন সুযােগ সুবিধা গ্রহণ করতে পারবেন। তিনি বলেন, লিগ্যাল মেট্রোলজি দপ্তর গত অর্থবছরে ৩৯ হাজার ৯৯৮ জন ব্যবসায়ীর ওজন ও পরিমাপক যন্ত্র ভেরিফেকেশন করেছেন। এই ক্ষেত্রে সমস্যা থাকায় ৪৮৬ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে। গত বছর দপ্তরের রাজস্ব সংগ্রহ হয়েছে ১ কোটি ৬৬ লক্ষ টাকা। এছাড়া কোভিড-১৯ জনিত লকডাউনের সময় দপ্তরের পক্ষ থেকে ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত করতে বাজারগুলিতে নিয়মিত নজরদারি রাখা হয়েছিল। আইন ভঙ্গকারী ২৬৭ জন ব্যবসায়ীকে জরিমানা করে ৯ লক্ষ ৮৬ হাজার ৫০০ টাকা আদায় করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী, ধন্যবাদসূচক বক্তব্য রাখেন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মােহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মােহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারপার্সন শংকর দেব, মােহনপুর মহকুমার মহকুমা শাসক অনিরুদ্ধ রায় প্রমুখ।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.