Hare to Whatsapp
আই এল এস হাসপাতাল এলাকায় ৫ যুবককে গাড়ির মধ্যে সন্দেহজনক অবস্থায় দেখে খোদ মুখ্যমন্ত্রী পুলিশকে ডাকলেন, বিট কনস্টেবলদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ
By Our Correspondent
আগরতলা, মার্চ ১৯, : মঙ্গলবারের মত আজও রাতে অফিসের কাজকর্ম শেষ করে হাঁটলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি মহাকরণ এবং বিধানসভার চারপাশে হেঁটে আইএলএস হাসপাতাল হয়ে ভিআইপি রোড পর্যন্ত আসেন। এরই মধ্যে হাসপাতাল সংলগ্ন এলাকায় ৫ যুবককে একটি গাড়ির মধ্যে সন্দেহজনক অবস্থায় দেখেন খোদ মুখ্যমন্ত্রী। সম্পূর্ণভাবে আইন বহির্ভূত এ বিষয়ে, তৎক্ষণাৎ পুলিশকে তিনি বলেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য। তৎক্ষণাৎ পুলিশ গাড়ি শুদ্ধ ওই যুবকদের গ্রেফতার করে এনসিসি থানায় নিয়ে যায়।
মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে জবাব জানতে চান যে, বিধানসভা, সচিবালয়, রাজভবন এর মতো গুরুত্বপূর্ণ জায়গায় এভাবে আইন বহির্ভূত কাজ কি করে সম্ভব? সংশ্লিষ্ট এলাকায় বিট কনস্টেবলের ভূমিকাই বা কি ছিল? এ বিষয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের, সংশ্লিষ্ট এলাকায় নিযুক্ত বিট কনস্টেবলদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।
পরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিকদের জানান যে, শহর আগরতলাকে নিরাপদ রাখার পাশাপাশি মানুষের নিশ্চিন্তে ঘুমানোর স্বার্থে তিনি প্রয়োজনে রাত বারোটা পর্যন্ত হাঁটবেন। রাজধানীর বিভিন্ন এলাকায় এভাবে মুখ্যমন্ত্রী তাঁর পদযাত্রা আগামী দিনেও জাড়ি রাখবেন বলে জানিয়েছেন।