Hare to Whatsapp
রাজ্যে উন্নত ক্রীড়া পরিকাঠামাে ও অত্যাধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুলাই ১৮, : রাজ্যে খেলাধূলার মানােন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রাজ্যের ছেলেমেয়েরা যাতে জাতীয়স্তরে বিভিন্ন খেলাধূলায় সাফল্য অর্জন করতে পারে সেজন্য উন্নত ক্রীড়া পরিকাঠামাে ও অত্যাধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ১৭ জুলাই আগরতলার এমবিবি স্টেডিয়ামে এমবিবি ক্রিকেট প্লেয়ার্স হােস্টেলের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসােসিয়েশন আয়ােজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসােসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা বলেন, ত্রিপুরা ক্রিকেট অ্যাসােসিয়েশন এমবিবি ক্রিকেট প্লেয়ার্স হােস্টেলটি গড়ার মাধ্যমে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে সদিচ্ছা ও কাজ করার দৃঢ় মানসিকতা থাকলে যেকোনও কাজই করা সম্ভব। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার খেলাধূলাকে একটি বিশেষ স্থানে নিয়ে যেতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় উন্নত ক্রীড়া পরিকাঠামাে ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তােলার কাজ করছে সরকার। আগরতলা এনএসআরসিসি কমপ্লেক্সে ব্যাডমিন্টন ইন্ডাের হল নির্মাণ থেকে শুরু করে রাজ্যের জিমন্যাস্টদের সুবিধার্থে ফোম পিট বসানাে হয়েছে। এছাড়াও এনএসআরসিসি কমপ্লেক্সের নতুন বিল্ডিংয়ে বিভিন্ন খেলাধূলা যেমন বক্সিং, যােগা, ভারােত্তলন, টেবিল টেনিস শুরু করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার এবং ক্রীড়া দপ্তরের মিলিত প্রয়াসে উদয়পুর মহকুমার চন্দ্রপুরে সিন্থেটিক ফুটবল টার্ফ বসানাে হয়েছে। খেলাে ইন্ডিয়া কর্মসূচিতে খােয়াই জেলায় আরেকটি সিন্থেটিক ফুটবল টার্ফ বসানাের কাজ শুরু হবে। এরজন্য ব্যয় হবে প্রায় ৫ কোটি টাকা। এছাড়া পানিসাগরে খেলাে ইন্ডিয়া কর্মসূচিতে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সুইমিং পুল নির্মাণের কাজ শ্রীঘ্রই শুরু হবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, বাধারঘাট দশরথদেব স্টেট স্পাের্টস কমপ্লেক্সে সিন্থেটিক অ্যাথলিটকে ট্রাক নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আগামী ১ বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। এরজন্য ব্যয় হবে প্রায় ৭ কোটি টাকা। আমাবাসায় একটি ২০০ আসন বিশিষ্ট যুব আবাস নির্মাণের কাজ চলছে। এই প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় ১০ কোটি ৩৭ লক্ষ টাকা। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে আঞ্চলিক শারীর শিক্ষা প্রতিষ্ঠানে একটি ১০০ আসন বিশিষ্ট ছেলেদের হােস্টেল নির্মাণের কাজ চলছে। এই প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় ৪ কোটি ৬৯ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী জানান, বাধারঘাট দশরথদেব স্পাের্টস কমপ্লেক্সে ৩টি সিন্থেটিক টেনিস কোর্ট ইতিমধ্যেই নির্মিত হয়েছে। রাজ্যের বিভিন্ন ব্লক, মহকুমা ও জেলাগুলিতে ২০৬টি কোচিং সেন্টার শুরু করা হয়েছে।বর্তমানে ১৬টি বিভিন্ন বিভাগে ৬১৫ জন শারীর শিক্ষক এই কোচিং সেন্টারগুলিতে প্রশিক্ষণ দিচ্ছেন। তাছাড়া লেম্বুছড়াস্থিত ফিসারি কলেজে চালু হয়েছে সুইমিং পুল।
কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী শােভা করলাজে এই সুইমিং পুলটির উদ্বোধন করেন। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে কোন কলেজের ভেতরে এই প্রথম এমন সুইমিং পুল গড়ে তােলা হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। রাজ্যের প্রতিটি জেলায় একটি করে স্টেডিয়াম গড়ে তােলার ইচ্ছা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ধর্মনগরে | স্টেডিয়াম নির্মাণের কাজ শেষ। এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামীদিনে ত্রিপুরার ক্রিকেটের মান অনেক দূর এগিয়ে যাবে। পাশাপাশি রাজ্যের খেলােয়াড়রা তাদের সেরাটুকু দিয়ে ত্রিপুরার নাম উজ্জ্বল করবে।
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসােসিয়েশনের সভাপতি তপন লােধ, সহ সভাপতি জয়লাল দাস, কোষাধ্যক্ষ তাপস ঘােষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসােসিয়েশনের যুগ্ম সচিব কিশাের কুমার দাস। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পায়ন মিউজিক্যাল সােসাইটি। এছাড়া পাঞ্চালী দেববর্মার পরিচালনায় দেশের বিভিন্ন প্রান্তের নৃত্যশৈলীর সমন্বয়ে সমবেত নৃত্য প্রদর্শিত হয়।