Hare to Whatsapp

মন্ত্রিসভার বিগত বৈঠকে রাজ্যে ২৪০টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র খােলার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জুলাই ১৫, : রাজ্যের বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজে ২৪০টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র খােলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধীনে সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি খােলা হবে। গত ১২ জুলাই মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ১৪ জুলাই শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, রাজ্যে বর্তমানে ৫৬টি সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পের অধীনে ৯,৯১১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু আছে। তিনি জানান, নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় ৩১টি, দক্ষিণ ত্রিপুরা জেলায় ৩১টি, গােমতী জেলায় ৩৭টি, খােয়াই জেলায় ৩১টি, ধলাই জেলায় ২৭টি, সিপাহীজলা জেলায় ২৫টি, ঊনকোটি জেলায় ২২টি এবং উত্তর ত্রিপুরা জেলায় ১৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র খােলা হবে। এছাড়াও ব্ল পুনর্বাসন যেসব স্থানে করা হয়েছে সেইসব স্থানগুলিতে মােট ২২টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র খােলা হবে।

সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, জনজাতি কল্যাণ দপ্তরের অধীনে জনজাতিদের স্বরােজগারি করার উদ্দেশ্যে ‘পুন বনিয়া’ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তটিও গত ১২ জুলাই মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়। শিক্ষামন্ত্রী মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে বলেন, ‘পুন বনিয়া’ প্রকল্পের উদ্দেশ্য হলাে ছাগল পালনের মধ্য দিয়ে জনজাতি যুবক যুবতীদেরকে স্বরােজগারি করে তােলা। তিনি জানান, এই প্রকল্পে স্বসহায়ক দলের মধ্যে যারা সদস্য বা সদস্যা থাকবে তাদের সরকারিভাবে ছাগল ক্রয় করার জন্য ঋণ দেওয়া হবে। এই প্রকল্পে সুবিধাভােগী পিছু ব্যয় হবে ২ লক্ষ ৫১ হাজার টাকা। একটি ইউনিটে মােট ১২টি ছাগল দেওয়া হবে। সুবিধাভােগী খােলা বাজার অথবা প্রাণীসম্পদ বিকাশ দপ্তর মারফতও ছাগল ক্রয় করতে পারবেন।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.