Hare to Whatsapp

সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে ২১টি সিডিপিও-র পদ পূরণের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জুলাই ১৩, : মন্ত্রিসভার বৈঠকে ১২ জুলাই মুখ্যমন্ত্রী যুব যােগাযােগ যােজনায় চলতি অর্থবছরে ১৫ হাজার যুবক যুবতীদের মােবাইল ফোন কেনার জন্য আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান। শিক্ষামন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী যুব যােগাযােগ যােজনায় চলতি অর্থবছরে রাজ্যের ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের মােবাইল ফোন কেনার জন্য ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এরজন্য রাজ্য সরকারের ব্যয় হবে ৭ কোটি ৫০ লক্ষ টাকা। শিক্ষামন্ত্রী জানান, ২০১৯ সালে মুখ্যমন্ত্রী যুব যােগাযােগ যােজনা ঘােষণার পর ২০২০-২১ অর্থবর্ষে ৭ হাজার ২৭৪ জন ছাত্রছাত্রীকে মােবাইল ফোন কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। তাতে ব্যয় হয়েছিল ৩ কোটি ৬৩ লক্ষ ৬০ হাজার টাকা। ২০২১-২২ অর্থবর্ষে এই প্রকল্পে মােবাইল ফোন কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল ৯ হাজার ৪২৮ জন ছাত্রছাত্রীকে। ব্যয় হয়েছিল ৪ কোটি ৬৮ লক্ষ হলাে এলডিসির ১২টি পদ, ইনভেস্টিগেটর ১৮টি এবং গ্রুপ ডি-এর ১২টি পদ। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে ২০টি স্পাের্টস অফিসারের পদ সৃষ্টির অনুমােদন দেওয়া হয়েছে আজকের মন্ত্রিসভার বৈঠকে। বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরে ৩টি পদ সৃষ্টির অনুমােদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এছাড়াও আজকের মন্ত্রিসভার বৈঠকে ‘দ্য ত্রিপুরা প্ল্যানিং অব আনরেগুলেটেড ডিপােজিট স্কিম রুলস, ২০২২-এর অনুমােদন দেওয়া হয়েছে। রাজ্যে বেআইনি চিটফান্ডের কার্যকলাপ রােধের জন্যই এই রুলস-এর অনুমােদন দেওয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানান।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.