রাজ্যের বিভিন্ন বাজারে ১০টি সৌরচালিত ৬ মেট্রিকটন ক্ষমতাসম্পন্ন কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়েছে : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, মার্চ ২৬, : রাজ্যের বিভিন্ন বাজারে ১০টি সোলার বেসড ৬ মেট্রিকটন ক্ষমতাসম্পন্ন কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়েছে বলে কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন। ২৫ মার্চ রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা জিতেন্দ্ৰ চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে কৃষিমন্ত্রী জানান, মোহনপুরের জগৎপুর বাজার, খোয়াইয়ের পূর্ব রামচন্দ্রঘাট বাজার, বামুটিয়া বাজার, শালগড়া বাজার, শান্তিরবাজার, মাছলি বাজার, সোনামুড়া সব্জি বাজার, মহারাণী ব্যারেজ বাজার, উপ্তাখালি বাজার এবং জগন্নাথপুরের বাগান বাজারে এই কোল্ড স্টোরেজগুলি স্থাপন করা হয়েছে। কৃষিমন্ত্রী জানান, ২০২৩ সালের মধ্যে এই হিমঘরগুলি তৈরি করা হয়েছে এবং প্রতিটি হিমঘরের আনুমানিক মূল্য হচ্ছে ১৪ লক্ষ ৯৫ হাজার ২২৯ টাকা। কৃষিমন্ত্রী জানান, বাজারের অবিক্রিত কৃষিপণ্যের যেন অপচয় না হয় সে উদ্দেশ্যে এই হিমঘরগুলি তৈরি করা হয়েছে। হিমঘরগুলি যে কারিগরী স্পেশিফিকেশন অনুযায়ী তৈরি করা হয়েছে তাতে কৃষকদের কৃষিপণ্য আপৎকালীন সময়ের জন্য (৩-৪ দিন) সংরক্ষণ করা যাবে। দীর্ঘমেয়াদি সংরক্ষণে জন্য এগুলি নির্মাণ করা হয়নি। তিনি জানান, সৌরচালিত হিমঘরগুলি নির্মিত হওয়ার পর থেকে ঐ এলাকার কৃষকগণ তাদের অবিক্রিত কৃষি পণ্যাদি ঐ হিমঘরগুলিতে সংরক্ষণ করে আসছেন। এতে অবিক্রিত কৃষি পণ্যের অপচয় রোধ করা যাচ্ছে এবং কৃষকগণও তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাচ্ছেন৷

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.