Hare to Whatsapp
দুই সন্তানসহ মায়ের আত্নঘাতী, এধরনের ঘটনা মানা যায় না, ভাবা যায় না: মানিক সরকার
By Our Correspondent
আগরতলা, মার্চ ১৭, : অভাবের তারনায় কাকড়াবন থানাধীন শামুকছড়ায় দুই সন্তানসহ উপজাতি মায়ের আত্মঘাতীর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতাসহ বাম বিধায়ক দল। মঙ্গলবার শামুকছড়াস্থিত শোকহাত পরিবার বর্গের সাথে দেখা করে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার। সাথে ছিলেন বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী, বিধায়ক তপন চক্রবর্ত্তী, রতন ভৌমিক, সহিদ চৌধুরী, সুধন দাস, সিপিআই(এম) উদয়পুর মহকুমা সম্পাদক মানিক বিশ্বাস প্রমুখরা। পরিবারসহ গ্রামের মানুষ স্পষ্টতই জানান অর্থনৈতিক সমস্যার কারনে পারিবারিক কলহ থেকে দুই সন্তানসহ মায়ের আত্নঘাতী হওয়ার চরমতম দুঃখের ঘটনাটি ঘটে। বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, ত্রিপুরায় এধরনের ঘটনা মানা যায় না, ভাবা যায় না। রাজ্যের সরকারকে কথা কম বলে সাধারন মানুষের কাজ, খাদ্যসহ সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নে মনযোগী হতে বলেন তিনি।
উল্লেখ্য গত ১৩ মার্চ পেশায় রাবার টেপার আন্দোলন কিশোর দেববর্মার স্ত্রী যমুনা ত্রিপুরা (দেববর্মা) তার দুই সন্তান জবা ও অঙ্কুশকে বিষ খাইয়ে নিজে ফাঁসিতে আত্মহত্যা করে। এঘটনায় আন্দোলন ও শামুকছড়া বাসীর বক্তব্য মেয়ের স্কুলের ফিস না দিতে পারায় আগের রাতে ঝগড়া হয় আন্দোলন ও তার স্ত্রী যমুনার মধ্যে। পরদিন অর্থাৎ ১৩ মার্চ আন্দোলন কাজে চলে যাওয়ার পর ঘটে ঘটনাটি। ঐ দিন বেলা সাড়ে ১২টা নাগাদ কাজ থেকে বাড়ি ফিরে আন্দোলন দেখতে পায় বেদনাদায়ক ঘটনা। অভিযোগ এ ঘটনায় অভাব নামক সত্যতাকে চাপা দিতে শাসক ও পুলিশ এটিকে খুনের ঘটনা সাজানোর চেস্টায় নেমেছে।