Hare to Whatsapp
বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসুচি নেওয়া হয়েছে : কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুলাই ৬, : কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক থেকে দেশের বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি নেওয়া হয়েছে। এসব কর্মসূচির সুফল রাজ্যের সর্বত্র পৌছে দেওয়া হচ্ছে। 5 July বিলােনীয়ার শচীন দেববর্মা অডিটোরিয়ামে দিব্যাঙ্গজনদের এক সমীক্ষা শিবিরের উদ্বোধন করে একথা বলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উল্লেখ্য, দক্ষিণ ত্রিপুরা জেলায় ৯টি স্থানে ১২দিনব্যাপী এ ধরনের শিবির অনুষ্ঠিত হবে। আজ বিলােনীয়ার শচীন দেববর্মণ অডিটোরিয়ামে এই শিবিরের উদ্বোধনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হলাে। আজকের শিবিরে বিলােনীয়া পুর এলাকা ও ভারতচন্দ্রনগর ব্লকের দিব্যাঙ্গজন ও ৬০ উর্ধ নাগরিকদের শারীরিক পর্যবেক্ষণ করা হয়। তাদেরকে বিশেষ সহায়ক সামগ্রী প্রদানের জন্যই এ ধরনের শিবিরের আয়ােজন করা হচ্ছে। রাষ্ট্রীয় বয়শ্রী যােজনা ও এডিআইপি প্রকল্পে এই শিবিরগুলি অনুষ্ঠিত হচ্ছে। | শিবিরের উদ্বোধন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি বিশেষভাবে সক্ষম নাগরিকদের সম্মান প্রদর্শনে দিব্যাঙ্গজন নামকরণ করেছেন। ২০১০১১ সালের লােকগণনা অনুযায়ী দেশে ২ কোটি ৬৮ লক্ষ ও রাজ্যে ৮৩ হাজার দিব্যাঙ্গজন নাগরিক রয়েছেন। তিনি বলেন, আগে ৭ ধরনের শারীরিক প্রতিবন্ধকতার জন্য শংসাপত্র দেওয়া হতাে। এখন ২১টি শারীরিক প্রতিবন্ধকতার জন্য শংসাপত্র দেওয়া হয়। আজকের শিবিরে যারা যােগ্য দিব্যাঙ্গজন হিসেবে বিবেচিত হবেন তাদেরকে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে চলন ও সহায়ক সামগ্রী দেওয়া হবে। শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিলােনীয়া পুরপরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গােপ, জেলাশাসক সাজু বাহিদ এ প্রমুখ।
দিব্যাঙ্গজনদের সমীক্ষা শিবিরের উদ্বোধনের আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা। ভৌমিক আজ বিলােনীয়ায় সখি ওয়ান স্টপ সেন্টারের নবনির্মিত দ্বিতল ভবনের দ্বারােদঘাটন করেন। এই সেন্টারটি নির্মাণে ব্যয় হয়েছে ৪০ লক্ষ টাকা। সেন্টার উদ্বোধনের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতি ভৌমিক আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে মতবিনিময় করেন।