Share Whatsapp

সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে ৪ জুলাই থেকে দক্ষতা বৃদ্ধি কর্মশালা

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, ৩ , : তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগামী ৪ জুলাই থেকে তিনটি পর্যায়ে আগরতলার সিপার্ডে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে ৬দিনের দক্ষতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত হবে। ৪ ও ৫ জুলাই প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও চিত্র সাংবাদিক, ১১ ও ১২ জুলাই বৈদ্যুতিন প্রচার মাধ্যমের সাংবাদিক এবং ১৪ ও ১৫ জুলাই ওয়েব মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। 2 July বিকেলে তথ্য ও সংস্কৃতি দপ্তরে অধিকর্তার কার্যালয়ে আয়ােজিত এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, আন্তর্জাতিক ও জাতীয় স্তরে ইতিমধ্যেই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। এই পরিপ্রেক্ষিতে রাজ্যের প্রিন্ট, বৈদ্যুতিন ও ওয়েব মিডিয়ার সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এই সময়ে খুবই প্রাসঙ্গিক। এটা সময়ের দাবি। এটা অনুভব করেই রাজ্য সরকার এই কর্মশালার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাধ্যমে সময়ে সময়ে এই ধরণের কর্মশালার আয়ােজন করা হয়। প্রায় ২৫০ জন সংবাদ প্রতিনিধিদের নিয়ে এবারের কর্মশালার আয়ােজন করা হচ্ছে। এই কর্মশালা অন্যান্য কর্মশালা থেকে একটু ব্যতিক্রমী হবে। এর আগে কখনও পৃথক পৃথকভাবে প্রিন্ট, বৈদ্যুতিন সংবাদ মাধ্যম ও ওয়েব মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ ধরণের কর্মশালার আয়ােজন করা হয়নি।

তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা জানান, এবারের কর্মশালায় জাতীয় ও রাজ্যস্তরের খ্যাতনামা রিসাের্সপার্সনগণ অংশ নেবেন। এদের মধ্যে রয়েছেন রায়পুরের কুশাভাও ঠাকরে জার্নালিজম ইউনিভার্সিটির উপাচার্য বলদেব শর্মা, ভােপালের মাখনলাল চতুর্বেদী ন্যাশনাল ইউনিভার্সিটি অব জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশনের উপাচার্য কে জি সুরেশ, লােকসভা টিভির চিফ এডিটর আশিস যােশী ও নয়াদিল্লির আধ্যাসী মিডিয়া অ্যান্ড কনটেন্ট সার্ভিসেসের চিফ এক্সিকিউটিভ অফিসার রাহুল রৌশন, নয়াদিল্লির ওপইন্ডিয়ার এডিটর নিরুয়া মেহতা প্রমুখ। তাছাড়াও রাজ্যের প্রবীণ সাংবাদিক শেখর দত্ত, সঞ্জীব দেব, মানস পাল, প্রণব সরকার ও সৈয়দ সাজ্জাদ আলি কর্মশালায় প্রশিক্ষণদানে অংশ নেবেন।

তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা জানান, তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগামী ৬ জুলাই রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দুইটি অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে। সকাল ১১ টায় ২নং হলে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২২তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা) মানিক সাহা। এছাড়া উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। ঐদিন সন্ধ্যা ৬টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং হলে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়ােজন করা হয়েছে। এতে অংশগ্রহণ করবেন কলকাতার প্রখ্যাত শিল্পী শ্রীকান্ত আচার্য, বাংলাদেশের প্রখ্যাত শিল্পী খাইরুল আনম ও সারমিন সাথী। এছাড়া রাজ্যের খ্যাতনামা শিল্পীগণও এই সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করবেন। অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্মঅধিকর্তা সঞ্জীব চাকমা, উপঅধিকর্তা দেবাশিস নাথ।




You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.