Hare to Whatsapp
৬৫ কোটি টাকা ব্যয়ে সিপাহীজলায় ক্যুইন আনারস কেন্দ্র গড়েন উঠবে, জানালেন কৃষিমন্ত্রী প্রাণজিৎ সিংহরায়
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুলাই ২, : সিপাহীজলা জেলাকে ক্যুইন আনারস উৎপাদনের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে ৬৫ কোটি টাকা দিয়েছে। এতে জেলার ২ হাজার ৫০০ জন ক্যুইন আনারস চাষি উপকৃত হবেন। বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস হলে জাতীয় উদ্যান পর্ষদ এবং উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের যৌথ উদ্যোগে জেলার আনারস চাষিদের নিয়ে এক কর্মশালার উদ্বোধন করে গতকাল একথা বলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী প্রণজিৎ সিংহরায়। এউপলক্ষে ক্যুইন আনারসের এক প্রদর্শনীরও আযোজন করা হয়।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী শ্রীসিংহরায় বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের আনারস চাষিরা যাতে সঠিক মূল্য পান সেজন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। উৎপাদিত আনারসের বাজারজাতকরণ ও দেশ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হয়েছে। এতে আনারস চাষিরা সঠিক মূল্য পাচ্ছেন। রাজ্যের বিভিন্ন জেলায় ক্যুইন আনারস উৎপাদন হলেও সিপাহীজলা জেলায় সবচেয়ে বেশি এই প্রজাতির আনারস উৎপাদন হয়। এজন্য জাতীয় উদ্যান পর্ষদের আর্থিক সহায়তায় সিপাহীজলা জেলাকে ক্যুইন আনারসের অন্যতম উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা নেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায় জানান।