Hare to Whatsapp
শান্তিরবাজার ও বাইখোরায় দাতাল হাতি দিয়ে রথ টানার চেস্টায় বিপত্তি, উদয়পুরে বিদ্যুৎ ও ক্যাবল টিভি-র তারে আটকে রথ উল্টে আহত ৬
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুলাই ২, : আগরতলায় জগন্নাথ মন্দির আর মেলাঘরের জগন্নাথ দেব-এর রথযাত্রা ভাল ভাবে অতিবাহিত হলেও উদয়পুর, বাইখোরা এবং শান্তিরবাজারে জগন্নাথ দেব-এর রথ উল্টে আহত হয়েছেন বেশ কয়েকজন । রাজ্যের দীর্ঘদিনের রথযাত্রার ইতিহাসে যা ঘটেনি তাই ঘটল এবার। উদয়পুরে ত্রিপুরার প্রাচীনতম রথের চুড় ভেঙ্গে পড়ল একেবারে থানার সামনে। আহত ইয়েছেন ৬ জন। তবে রথের দড়ি হাতে থাকা কৃষিমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় অল্পেতে বেঁচে গিয়েছেন। হঠাৎ করে জগন্নাথ দেব-এর রথের চূড়া ভেঙ্গে আহত হবার ঘটনায় রাজ্যের সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শান্তির বাজার থেকেও রথ উল্টে যাবার খবর এসেছে। শান্তির বাজার ও বাইখোরায় দাতাল হাতি দিয়ে রথ টানার চেস্টা হয়েছিল। বাইখোরায় হাতি দেখতে বিপুল সংখ্যক জনতা ভীর জমালে হাতি ভয়ে জঙ্গলে পালিয়ে যায়।
এছাড়া, শান্তির বাজারে হঠাৎ করে মাহুতহীন হাতী তীব্র বেগে ছুটতে শুরু করায় উল্টে যায় রথ। জগন্নাথ দেব-এর মূর্তি ড্রেনে পড়ে যায়। বেশ কয়েকজন ভক্ত এখানে আহত হন।
জানাগেছে, উদয়পুরে রথের চুড়া ভেঙে পড়লে আহত হয় ছয় জন। রাস্তায় অগণিত ভক্তের উপর ভেঙে পড়ে রথের চূড়া। আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। রাধাকিশোরপুর থানার সামনেই এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। জানাগেছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। বিদ্যুত এবং ক্যাবল টিভি-র তারের সাথে রথের চুড়াটি আটকে যায়। এরপরই সেটি ভেঙে পড়ে। এইসব ঘটনায় উদয়পুর, বাইখোরা ও শান্তিরবাজারে রথযাত্রার আনন্দ এক কথায় ম্লান হয়েছে।