Hare to Whatsapp
৫০০ কনস্টেবল, ১০০ পি আই ও ৬০ জন এগ্রি অফিসার নিয়োগের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ২৯, : আরো ৫০০ কনস্টেবল, ১০০ পি আই ও ৬০ জন এগ্রি অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২৮ জুন রাজ্য মন্ত্রিসভায়। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা ২৮ জুন সন্ধ্যায় এক সাংবাদিক সন্মেলনে জানিয়েছেন তথ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী।
আজ রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়ে মন্ত্রী জানান যে, রাজ্য পুলিসে আগামী কিছু দিনের মধ্যে এক হাজার (১০০০) কনস্টেবল নিয়োগ করা হবে। 500 জন কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। আজকের মন্ত্রিসভার বৈঠকে নতুন করে আরো 500 জন কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, আজকের মন্ত্রিসভার বৈঠকে ১০০ জন জুনিয়র পি আই নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে ৬০ জন এগ্রিকালচারেল অফিসার নিয়োগ করা হবে বলেও তথ্য মন্ত্রী সাংবাদিক সন্মেলনে জানিয়েছেন।
সাংবাদিক সম্মেলনে তথ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী নতুন নিয়োগ ছাড়াও এবার থেকে ডাইং এন্ড হার্নেস প্রকল্পের মাধ্যমে পরিবারের একমাত্র বিবাহিত কন্যাসন্তানরাও মা বা বাবার সরকারি চাকুরি পাবে বলে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান। তবে সেখানে বিচার করা হবে স্বামীর উপার্জনের মাত্রা।
উচ্চশিক্ষা দপ্তরের অধীনে কলেজ গুলোতে Guest Lecturer-দের ক্লাস প্রতি সাম্মানিক 400 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা করার মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন তথ্য মন্ত্রী। তবে এক্ষেত্রে প্রতিমাসে সর্বোচ্চ 20000 টাকা পর্যন্ত গেস্ট লেকচাররা পাবেন।