Hare to Whatsapp
উপনির্বাচন : ৩টি আসনে জয়ী ভারতীয় জনতা পার্টি
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ২৭, : রাজ্যে গত ২৩ জুন অনুষ্ঠিত ৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ২৬ জুন প্রকাশিত হয়েছে। এরমধ্যে ৮-টাউন বড়দোয়ালি, ৪৬-সুরমা (এসসি) ও ৫৭-যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীগণ। ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে বিজয়ী হয়েছেন আইএনসি প্রার্থী। ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আইএনসি প্রার্থী আশিস কুমার সাহাকে পরাজিত করেন। বিজেপি প্রার্থী প্রফেসর ডা. মানিক সাহার প্রাপ্ত ভােট ১৭, ১৮১। আইএনসি প্রার্থী আশিস কুমার সাহার প্রাপ্ত ভােট ১১,০৭৭।
৪৬-সুরমা (এসসি) বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপ্না দাস পাল তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী বাবুরাম সতনামীকে পরাজিত করেছেন। বিজেপি প্রার্থী স্বপ্না দাস পালের প্রাপ্ত ভােট ১৬,৬৭৭। নির্দল প্রার্থী বাবুরাম সতনামীর প্রাপ্ত ভােট ১২,০৯৪৷ ৫৭-যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মলিনা দেবনাথ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শৈলেন্দ্র চন্দ্র নাথকে পরাজিত করেন। বিজেপি প্রার্থী মলিনা দেবনাথের প্রাপ্ত ভােট ১৮,৭৬৯। সিপিআইএম প্রার্থী। শৈলেন্দ্র চন্দ্র নাথের প্রাপ্ত ভােট ১৪, ১৯৭৷
৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে আইএনসি প্রার্থী সুদীপ রায় বর্মণ তাঁর নিকটতম বিজেপি প্রার্থী ডা. অশােক সিনহাকে পরাজিত করেন। আইএনসি প্রার্থী সুদীপ রায় বর্মণের প্রাপ্ত ভােট ১৭,৪৩১। বিজেপি প্রার্থী ডা. অশােক সিনহার প্রাপ্ত ভােট ১৪,২৬৮।