Hare to Whatsapp
ত্রিপুরার মহারাজাদের শান্তিনিকেতনে স্বীকৃতি প্রদানের দাবীতে মূখ্যমন্ত্রীর দ্বারস্ত পূর্বোদয় সংস্থা
By Our Correspondent
আগরতলা, মার্চ ১৬, : আজ মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের কাছে তাঁর সরকারি আবাসে পূর্বোদয় সংস্থার পক্ষ থেকে এক স্মারকলিপি দেয়া হয়।যাতে রাজ্য সরকার ত্রিপুরার মহারাজাদের শান্তিনিকেতন ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য যে বিশেষ সহায়তা ছিল তার সঠিক মূল্যায়ন যেন বিশ্বভারতী করে, এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী তোলা হয়।
উল্লেখ্য গত ২১ শে ফেব্রুয়ারি পূর্বোদয় -এর এক প্রতিনিধি দল সংস্থার সাধারণ সম্পাদিকা শ্রীমতি নীতি দেবের নেতৃত্বে শান্তিনিকেতনে গিয়ে লিখিত ভাবে বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীর কাছে এক স্মারক লিপি প্রদান করেন। যাতে মহারাজা বীরচন্দ্র কিশোর মানিক্য বাহাদুর থেকে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর পর্যন্ত ত্রিপুরার মহারাজারা কিভাবে শান্তিনিকেতন কে সাহায্য করেছেন, শান্তিনিকেতনকে এক সময় বাঁচিয়ে রেখেছিলেন, বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর অনুরোধে অন্যান্য ক্ষেত্রেও কিভাবে ত্রিপুরার মহারাজারা আর্থিক ইত্যাদি সহায়তা করেছিলেন তার বিশদ উল্লেখ করা হয়। একই সাথে অনুরোধ করা হয় বিশ্বভারতী যেন ত্রিপুরার মহারাজাদের এই অবদান স্বীকার করে শান্তিনিকেতনে ত্রিপুরার মহারাজাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ কোনো সন্মানের ব্যবস্থা করেন।
উপাচার্য অধ্যাপক চক্রবর্তী পূর্বোদয়-এর এই উদ্যোগকে স্বাগত জানান এবং প্রতিশ্রুতি দেন তিনি এ বিষয়ে কিছু করা যায় কিনা দেখবেন। তবে তিনি জানান শান্তিনিকেতনের নিয়ম অনুযায়ী কারো প্রতিমূর্তি এখানে বসানো যায় না , তবে অন্যভাবে ত্রিপুরা মহারাজাদের সহায়তা কে কিভাবে স্বীকৃতি দেয়া যায় সেটা তিনি অবশ্যই দেখবেন। উপাচার্য শান্তিনিকেতন ও ত্রিপুরার মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান এর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।এ জন্য তিনি সরকারি বা বেসরকারি ভাবেও যেকোনো প্রচেষ্টাকে স্বাগত জানান।
এদিন মুখ্যমন্ত্রীকে বিষয়টিতে সক্রিয় ভূমিকা নেবার আহ্বান জানানো হয় । মূখ্যমন্ত্রীও প্রতিনিধি দলকে এবিষয়ে আশ্বস্ত করেছেন।
প্রতিনিধি দলে ছিলেন পূর্বোদয় সংস্থার সভাপতি শ্রীমতি অলকা সিনহা সহ অন্যান্যরা।