Hare to Whatsapp
গণনা কেন্দ্রের নিকটবর্তী এলাকায় ১৪৪ ধারা জারি
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ২৫ , : আগামী ২৬ জুন, ২০২২ উমাকান্ত একাডেমির পুরাতন বিল্ডিংয়ে ৬ আগরতলা ও ৮-টাউন বড়দোয়ালী বিধানসভা আসনে উপনির্বাচনের ভােট গণনা অনুষ্ঠিত হবে। ঐদিন নির্বিঘ্নে ভােট গণনা সম্পন্ন করতে, শান্তি ও সম্প্রীতি অক্ষুন্ন রাখতে সদর মহকুমার মহকুমা শাসক এক আদেশে ভােট গণনা কেন্দ্রের নিকটবর্তী এলাকায় ভারতীয় দন্ডবিধির ১৪৪ ধারায় কিছু বিধিনিষেধ আরােপ করেছেন।
মহকুমা শাসক আদেশে জানিয়েছেন, ভােট গণনা কেন্দ্র উমাকান্ত একাডেমির (পুরনাে বাড়ি) বাইরের দিক থেকে ২০০ মিটার এলাকা পর্যন্ত পাঁচ বা ততােধিক ব্যক্তি এক জায়গায় সমবেত হতে পারবেন না। কোনও ব্যক্তি এই এলাকায় আগ্নেয়াস্ত্র, বাঁশের টুকরাে, কাঠের ফাইল, রড, জিআই পাইপ প্রভৃতি নিয়ে আসতে পারবেন না। এই এলাকার ভেতরে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমােদন ব্যতিত কেউ মােবাইল ফোন নিয়ে আসতে পারবেন না। আগামী ২৬ জুন সকাল ৬টা থেকে গণনা কার্য শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
বে আদেশে বলা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষার কাজে বা জেনারেল ডিউটিতে নিযুক্ত মিলিটারি, প্যারা মিলিটারি, রাজ্য পুলিশ কর্মী বা অন্য নিরাপত্তা সংস্থার কর্মীদের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র বহন না করার বিধিনিষেধে ছাড় রয়েছে। মহকুমা শাসক জানিয়েছেন, এই আদেশ অমান্যকারীকে ভারতীয় দন্ডবিধির ১৮৮ ধারায় অভিযুক্ত করা হবে।