Hare to Whatsapp
স্থানীয় পুলিশ কথা রাখেনি, ভোটের আগের রাতে ব্যাপক হুমকি সন্ত্রাস, সুরমায় তৃণমূল প্রার্থী আক্রান্ত, আগরতলায় বাড়ি, দোকানে বোমা হামলা, পুলিশের অনুপস্থিতিতে প্রতিরোধ করলেন এলাকাবাসী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ২৩, : রাজ্যের চার কেন্দ্রে উপ নির্বাচনের আগের রাতে রাজধানী আগরতলার দুই কেন্দ্র সহ সুরমা ও যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে ভোটারদের মধ্যে ভীতির পরিবেশ তৈরি করতে কিছু দুষ্কৃতী ব্যাপক ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ উঠেছে। কংগ্রেস , সি পি এম ও তৃণমূল কংগ্রেস সহ সবকটি রাজনৈতিক দলের তরফেই অভিযোগ করা হয়েছে, ভোটাররা যাতে সকালে ভোট কেন্দ্রে ভোট দিতে না যায় এই উদ্দেশেই বাইক বাহিনী গভীর রাত পর্যন্ত প্রতিটি বিধানসভা কেন্দ্রেই ঘুরে ঘুরে ভোটারদের হুমকি দিয়েছে। রাজধানী আগরতলার রোহিত মিয়ার বাড়িতে দুটি বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে কেউ আহত না হলেও বিকট শব্দের কারণে মাঝ রাতে মানুষের মধ্যে আতঙ্ক ছাড়িয়ে পরে। এলাকাবাসী ঘরে থেকে বেরিয়ে এসে প্রতিরোধ গড়ে তোললে পরে দুষ্কৃতীরা পালিয়ে যায়। সাথে সাথে ঘটনা পুলিশকে জানানো হয়। কিন্তু পুলিশ এক ঘন্টা বিলম্বে ঘটনা স্থলে আসে। পুলিশ এসে দুষ্কৃতীরা কারা এসব বিষয়ে এলাকাবাসীর কাছ থেকে কোনো তথ্য সংগ্রহের চেষ্টা না করে উল্টো এলাকাবাসীকে ঘরে চলে যেতে নির্দেশ করে। এতে ক্ষুদ্ধ এলাকাবাসী পুলিশকে দালাল বলে কুটিক্তি করলে উত্তেজনা দেখা দেয়।
জানাগেছে , একই বাইক বাহিনীটি এর আগে নয়নিয়ামুড়ায় জনৈক্য নন্দ দুলাল দেবনাথ এর বাড়িতেও হামলা করে। তার বাড়ি ও দোকান ভাংচুর কর হয়। এছাড়া সুরমা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্জুন দাসের উপর গতকাল রাতে হামলা করার অভিযোগ এসেছে তৃণমূল কংগ্রেসের তরফে।