Hare to Whatsapp
পোলিং এজেন্ট, ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশে বাধাদানের মধ্যে শুরু হলো উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব, সাত সকালেই রক্তাক্ত এক ভোটার ও এক সাংবাদিক
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ২৩, : রাজ্য নির্বাচন কমিশনের কড়া মনোভাবের পরও বিধানসভার চার কেন্দ্রের উপনির্বাচনে ব্যাপক সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে সাত সকালেই। কংগ্রেস, সি পি এম, তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, বহু জায়গাতে তাদের পোলিং এজেন্টেদের ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে রাস্তায় বাধা দেওয়া হচ্ছে ভোটারদের। কোথাও রাস্তায় পুলিশ, টি এস আর নেই। ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে সি আর পি এফ ও বি এস এফ থাকলেও বাড়ি থেকে ভোট গ্রহণ কেন্দ্রের রাস্তায় কোনো নিরাপত্তা নেই। স্থানীয় পুলিশ রাস্তা ঘাটে ব্যাপক সংখ্যাই থাকবে বলে আগে জানানো হয়েছিল নির্বাচন পুলিশ ও প্রশাসনের তরফ থেকে। কিন্তু কোথাও পথে ঘাটে খুব বেশি নিরাপত্তা ব্যবস্থা নেই বলে কংগ্রেস, সি পি এম , তৃণমূল কংগ্রেসের অভিযোগ।
জানাগেছে, সকাল আটটা নাগাদ তুলসীবতী স্কুলের সামনে শুভম দেবনাথ নামে এক সাংবাদিক এর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। যে সুসেল বাংলা নামে একটি টিভি চ্যানেলের সাংবাদিক। তুলসীবতী স্কুলের সামনে ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার দৃশ্য ক্যামেরায় বন্দী করতে গিয়ে সে আক্রান্ত হয় বলে জানা গেছে। একই রকম ভাবে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ২৯ নম্বর পোলিং স্টেশনের সমানে শম্ভু সাহা নামে একজন ছুড়িকাঘাতে আহত হয়েছেন বলে জানাগেছে।
বহু জায়গায় ভোটাররা আক্রান্ত হচ্ছে তার ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমেও ভাইরাল হতে শুরু হয়েছে। কিছু জায়গায় প্রতিরোধও হচ্ছে। ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার রাস্তা ঘাটে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো না হলে দিনের শেষে উপভোটের সার্বিক পরিস্থিতি ভয়ানক হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল।