Share Whatsapp

অবাধ ও শান্তিপূর্ণভাবে ভােটগ্রহণ পর্ব সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে : জেলাশাসক

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জুন ২২, : আগামী ২৩ জুন ৬-আগরতলা এবং ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভােটগ্রহণ করা হবে। ভােটারগণ যেন অবাধ ও শান্তিপূর্ণভাবে ভােটাধিকার প্রয়ােগ করতে পারেন তার জন্য সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ২১ জুন বিকালে জেলা নির্বাচন আধিকারিক তথা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সাংবাদিক সম্মেলনে একথা বলেন। জেলাশাসকের অফিসের কনফারেন্স হলে আয়ােজিত সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরার এসপি জে রেড্ডি, ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার শৈলেশ যাদব এবং ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার অসীম সাহা উপস্থিত ছিলেন। তারা নির্ভয়ে ভােটদান করার জন্য ভােটারদের প্রতি আহ্বান জানান।

সাংবাদিক সম্মেলনে জেলাশাসক দেবপ্রিয় বর্ধন জানান, ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে ভােটকেন্দ্র রয়েছে ৫৫টি। ভােটার রয়েছেন ৫১ হাজার ৬৩৯জন। ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে ভােটকেন্দ্র রয়েছে ৫৬টি। ভােটার রয়েছেন ৪৬ হাজার ৫৮৩ জন। তিনি জানান, ইতিমধ্যেই পােষ্টাল ব্যালটের মাধ্যমে ৮০ বছরের বেশী, বিশেষভাবে সক্ষম এবং কোভিড আক্রান্ত ভােটারদের ভােট নেওয়া হয়েছে। এই দুটো কেন্দ্রে আইন শৃঙ্খলার কথা উল্লেখ করতে গিয়ে জেলাশাসক জানান, নিয়মিত আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় সিএপিএফ জওয়ানগণ টহল দিচ্ছেন।

জেলাশাসক জানান, ভােটগ্রহণের সময় প্রতিটি ভােটকেন্দ্রে ওয়েবকাস্টিং করা হবে। ভিডিওগ্রাফি করা হবে এবং প্রতিটি ভােটকেন্দ্রের জন্য মাইক্রো অবজারভার দেওয়া হবে। প্রতিটি ভােটকেন্দ্রে সিএপিএফ থাকবেন নিরাপত্তার জন্য। দুটি বিধানসভা কেন্দ্রেই দুটো করে মডেল পােলিং স্টেশন করা হয়েছে। ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে মডেল বুথ হলাে ৬/২৩ মৈত্রি ভারতী জেবি স্কুল এবং ৬/২৪ মিডেল বয়েজ সাউথ ওয়েস্ট বুথ। ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে মডেল বুথ হলাে ৮/১ রামনগর গার্লস হাই স্কুল পশ্চিমাংশ এবং ৮/2 রামনগর গার্লস হাই স্কুল উত্তর পশ্চিমাংশ। মহিলা ভােটকর্মী দ্বারা পরিচালিত ভােটকেন্দ্র দুটো বিধানসভা কেন্দ্রেই দুটো করে করা হয়েছে। ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে ৬ এর ১ এবং ২ এবং ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্রে ৮ এর ১ এবং ২ নম্বর বুথ। জেলাশাসক জানান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ৬-আগরতলা বিধানসভা ক্ষেত্রকে ৮টি সেক্টরে এবং ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রকে ৭টি সেক্টরে ভাগ করে নেওয়া হয়েছে। প্রতিটি সেক্টরেই সেক্টর মেজিস্ট্রেট এবং পুলিশ সেক্টর অফিসার রয়েছেন।

ইতিমধ্যেই এই দুটো বিধানসভা এলাকায় আজ বিকাল ৫টা থেকে ২৪ তারিখ সকাল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগরতলা পুরনিগম এলাকায় ২১ থেকে ২৩ জুন পর্যন্ত এবং ২৬ জুন ড্রাই ডে ঘােষণা করা হয়েছে। জেলাশাসক জানান, নির্বাচন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে অবাধ ও শান্তিপূর্ণ ভােট গ্রহণের জন্য।

পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার জে রেড্ডি নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, নির্বাচনের জন্য ১২ কোম্পানী সিএপিএফ ও রাজ্য আরক্ষা বাহিনী রয়েছে। তাছাড়া টিএসআর জওয়ানও আছেন। প্রতিটি ভােটকেন্দ্রে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানগণ থাকবেন। তিনি জানান, দুটো বিধানসভা কেন্দ্রে ১১১টি ভােটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১৭টি ভােটকেন্দ্র স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভােট গ্রহণের প্রস্তুতি বিষয়ে এই দুটো বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারগণও আলােচনা করেন।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.