Hare to Whatsapp
উপ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ন করতে পর্যাপ্ত পরিমানে হেল্পলাইন নম্বর চালু করলো নির্বাচন কমিশন, ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া চলবে নাঃ কিরন গিত্যে
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ২২, : পুর ও নগর পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি যাতে এবার রাজ্য বিধানসভার চারটি কেন্দ্রের উপ নির্বাচনে সংঘটিত না হতে পারে এ লক্ষ্যে রাজ্য নির্বাচন কমিশন বেশ কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহন করেছে। এক দিকে যেমন সব পোলিং স্টেশনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে পাশাপাশি ভোটের দিন কোথাও যাতে রাজনৈতিক দুর্বৃত্তরা কোন রকম গোলমাল সংঘটিত না করতে পারেন তাই কমিশন বেশ কিছু হেল্পলাইন নম্বর চালুর সিদ্ধান্ত নিয়েছেন। একই সাথে কমিশন এই প্রথম রাজ্যেও তাদের CVIGIL APP-এর মাধ্যমে ভোট সংক্রান্ত যাবতীয় অভিযোগ লিপিবদ্ধ ও নজরধারী চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। কমিশনের মাইক্রো অবজারভাররা যেমন এই অ্যাপ এর মাধ্যমে রিয়েল টাইম সমস্ত ঘটনা আপলোড করতে ও দেখতে পারবেন একই সাথে সাধারণ ভোটাররাও এই অ্যাপ ব্যবহার করে তাদের অভিযোগ জানাতে পারবেন। অভিযোগকারীর নাম, ঠিকানা ইত্যাদি কমিশন গোপন রাখবে।
রাজ্য নির্বাচন কমিশনের এক সিনিয়র অফিসার আরও জানিয়েছেন, ১৪৯ জন মাইক্রো অবজারভারের পাশাপাশি ভোটের দিন প্রতিটি ভোট গ্রহন কেন্দ্রে নজরধারীর জন্যে ওয়েবক্যাম এবং ভিডিওগ্রাফার থাকবে। রাস্তায় যাতে ভোটারদের মেরে পিটে বাড়ীতে না ফেরত পাঠাতে পারেন এজন্যে প্রতিটি স্পর্শকাতর এলাকায় পথে পথে রাজ্য পুলিশ কর্মীদের রাখা হবে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে রাখা হবে প্রতিটি ভোট গ্রহন কেন্দ্রের ভিতরে।
তাছাড়া, চারটি বিধানসভা কেন্দ্রের জন্যে সাধারণ অবজারভারদের কাছেও সরাসরি ফোন বা ওয়াটসঅ্যাপে অভিযোগ জানানো যাবে। ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের সাধারণ অবজারভারের মোবাইল নম্বর ৮৮৩৭২৫৮৫৫৮, ৮ বড়দোয়ালী কেন্দ্রের কেন্দ্রীয় অবজারভারের মোবাইল নম্বর ৮৪১৫৮১৭৩০৪, ৫৭ যুবরাজনগর কেন্দ্রের কেন্দ্রীয় অবজারভারের মোবাইল নম্বর ৬০০৯২৪৪২৮, ৪৬ সুরমা কেন্দ্রের অবজারভারের নম্বর ৯৪০২১৬৬০৭৮।
তাছাড়া রাজ্য নির্বাচন কমিশনের নিজস্ব হেল্পলাইন নম্বর হল- ৬ আগরতলার জন্যে ০৩৮১২৩২৫৯৩৭, ২৩৮৩৬৪৬ ও ৯৮৬৩২০১৬৬৫। ৮ টাউন বড়দোয়ালী কেন্দ্রের জন্যে হেল্পলাইন নম্বরটি হল ০৩৮১২৩২৫৯৩৭ ও ৮১৩২৯৪১৭৬৪। ৪৬ সুরমা কেন্দ্রের হেল্পলাইন নম্বরটি হল- ০৩৮২৬২৬২২২ ও ৯৪৮৫০১১০৫১ এবং যুবরাজনগর কেন্দ্রের জন্যে হেল্পলাইন নম্বরটি হল ০৩৮১২২২২০২০২ ও ৭০০৫৫৬৮৪৬০। এর অতিরিক্ত হিসাবে রয়েছে ১৯৫০ টোলফ্রি নম্বর যা ২৪ ঘন্টার জন্যেই চালু থাকবে আজ থেকে ২৬ জুন পর্যন্ত। ভোট দিতে গিয়ে কোন রকম হামলা, হুমকি বা সন্ত্রাসের মুখে পড়তে পাড়েন এমন নূন্যতম সম্ভাবনার ক্ষেত্রেও এসব হেল্পলাইন নম্বরে ফোন করলে সব রকমের সাহায্য পাওয়া যাবে বলে রাজ্য নির্বাচন কমিশনের এক মুখপাত্র জানান। রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার কিরন গিত্যেকে উপভোট অবাধ ও শান্তিপূর্ন ভাবে সংঘটিত করতে কি কি পদক্ষেপ গ্রহন করা হচ্ছে এসম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ভোট যাতে শান্তিপূর্ন ভাবে হয় এলক্ষ্যে কমিশন সব ব্যবস্থাই নিচ্ছে। কাউকে পথেঘাটে আটকানো যাবেনা। যে দলের লোকরাই এসব করার চেস্টা করবেন প্রশাসন তা কঠোর হস্তে মোকাবেলা করবে বলে তিনি জানান।