Hare to Whatsapp
অতি বর্ষণের ফলে উদ্ভূত রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর পর্যালােচনা সভা
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ১৯, : অতি বর্ষণের ফলে উদ্ভূত রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা ১৮ জুন মহাকরণে এক উচ্চ পর্যায়ের পর্যালােচনা বৈঠকে মিলিত হন। বৈঠকে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আসাম-আগরতলা জাতীয় সড়ক বিচ্ছিন্ন হওয়া, ভূমিধসে বিধ্বস্ত রেলপথের সারাই-এর কাজের সর্বশেষ অগ্রগতি, বাংলাদেশের ঢাকা হয়ে আগরতলা-কোলকাতা সড়কপথে বিকল্প যােগাযােগ ব্যবস্থা, রাজ্যের নিত্য প্রয়ােজনীয় সামগ্রীর যােগান এবং আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকার
জলমগ্ন পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালােচনা করা হয়। সম্প্রতি অতি বর্ষণে মেঘালয়ের খাসিয়া হিলসে ভূমিধসের ফলে রাজ্যের সাথে সড়ক যােগাযােগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পরে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ডাঃ সাহা উদ্ভুত পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রীদেরকে চিঠি পাঠিয়ে বিস্তারিত অবগত করেছেন এবং টেলিফোনে নিয়মিত যােগাযােগ রাখছেন, যাতে দ্রুত রাস্তা সারাই-এর পর সড়ক যােগাযােগ চালু করা যায়। মেঘালয়ের ভূমিধস এলাকার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের পরিবহণ দপ্তরের উত্তর জেলার একজন পদস্থ আধিকারিককে ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানাে হয়েছে।
আজকের এই পর্যালােচনা বৈঠকে গত দুদিনের বর্ষণের ফলে আগরতলাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় জলমগ্ন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজের বিষয়ে বিশেষ গুরুত্ব আরােপ করা হয়। আশ্রয় শিবিরগুলিতে ঔষধপত্রসহ প্রয়ােজনীয় সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। ক্ষতিগ্রস্ত এলাকার দ্রুত ক্ষয়ক্ষতি নিরুপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয় নিয়েও বৈঠকে আলােচনা করা হয়। মুখ্যমন্ত্রীর প্রধান সচিব জে কে সিনহা, রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনিত আগরওয়াল, পরিবহণ দপ্তরের প্রধান সচিব এল এইচ দার্লং, অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত সচিব অপূর্ব রায়, খাদ্য সচিব শরদিন্দু চৌধুরী, মুখ্যমন্ত্রীর দপ্তরের সচিব সমিত রায় চৌধুরী এবং রাজস্ব দপ্তরের স্টেট প্রজেক্ট অফিসার শরৎ দাস আজকের পর্যালােচনা বৈঠকে অংশ নেন এবং মুখ্যমন্ত্রীকে সার্বিক পরিস্থিতি অবহিত করেন।