Hare to Whatsapp
করোনা সম্পর্কিত সচেতনতা মূলক প্রচারে নামলেন খোদ মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, মার্চ ১৬, : করোনা ভাইরাস নিয়ে জনমনে আতঙ্ক প্রশমনে মাঠে নামলেন খোদ মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। আজ কৈলাশহরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা সহ অন্যান্য জায়গায় তিনি বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তিনি বিলি করেন করোনা ভাইরাস সম্বন্ধে সচেতনতা মূলক লিফলেটও।
মুখ্যমন্ত্রী বলেন গোটা দেশের সঙ্গে রাজ্যেও করোনা ভাইরাস সম্পর্কিত বিষয়ে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোটা রাজ্যে জারি করা হয়েছে ১৪৪ ধারা, ৫ জনের বেশি যাতে জমায়েত হতে না পারে। এছাড়া ৩১ মার্চ পর্যন্ত স্কুল কলেজ ইত্যাদি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি বিএসএফকেও এই বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। তিনি বলেন যদিও উত্তর-পূর্বাঞ্চলে এখনও এই ভাইরাসে আক্রান্তের খবর নেই। কিন্তু ৮০% বাংলাদেশ সীমান্তে ঘেরা থাকায় রাজ্যে বাড়তি সর্তকতা অবলম্বন করা হচ্ছে।
একই সাথে ঊনকোটি জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের খোঁজখবর নিতে করলেন এক পর্যালোচনা বৈঠকও। এতে উপস্থিত ছিলেন জিলা পরিষদের সভাধিপতি, বিধায়ক সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। এই বৈঠকেও করোনা ভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেন।
কৈলাশহর বাসীর বিভিন্ন দাবী দাওয়া সম্পর্ককে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ১৯ টি পুর এলাকার উন্নয়নের জন্য এডিবি ২০০ কোটি টাকা মঞ্জুর করেছে। পয়:প্রনালী, রাস্তাঘাট সহ অন্যান্য কাজ এই অর্থ সাহায্যে করা হবে বলেও জানান তিনি।ইতিমধ্যে ডিপিআর, টেন্ডার করার জন্য ২০ কোটি টাকা রাজ্য সরকারের হাতে চলে এসেছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
এদিন আয়োজিত পর্যালোচনা বৈঠকে, আয়ুষ্মান ভারত,এমজিএন রেগা, অটল জলধারা মিশনের কাজে গতি আনতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। সোমবার মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। বিশেষ করে বাড়ি বাড়ি তাঁর করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক প্রচার, মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।